নতুন দিল্লি, ১৭ সেপ্টেম্বর: এক দিনে ৯৭ হাজার ৯৪ জন সর্বাধিক সংক্রমণের জেরে ভারতে করোনা আক্রান্তের সংখ্যা (Coronavirus Cases In India) ৫১ লাখ ছাড়িয়ে গেল। স্বাস্থ্য মন্ত্রকের তথ্য বলছে, গতকাল সারাদিনে দেশে করোনার বলি ১ হাজার ১৩২ জন। সবমিলিয়ে দেশে করোনা আক্রান্তের মোট সংখ্যা ৫১ লাখ ১৮ হাজার ২৫৪ জন। এর মধ্যে ১০ লাখ লোক সংক্রামিত রয়েছেন। ইতিমধ্যেই করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ৪০ লাখ ২৫ হাজার ৮০ জন। এখনও পর্যন্ত দেশে করোনার মৃত্যু মিছিলে শামিল ৮৩ হাজার ১৯৮ জন। আইসিএমআর-এর রিপোর্ট বলছে, এখনও পর্যন্ত দেশে ৬ কোটি ৫ লক্ষ ৬৫ হাজার ৭২৮টি নমুনার করোনা টেস্ট হয়েছে। আরও পড়ুন-'Happy Birthday, PM Narendra Modi': ৭০-তম জন্মদিনে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা রাহুল গান্ধীর
দেশে করোনার মৃত্যু মিছিলে শামিল ৮৩ হাজার ১৯৮ জন
India's #COVID19 case tally crosses 51-lakh mark with a spike of 97,894 new cases & 1,132 deaths in last 24 hours.
The total case tally stands at 51,18,254 including 10,09,976 active cases, 40,25,080 cured/discharged/migrated & 83,198 deaths: Ministry of Health & Family Welfare pic.twitter.com/s9bfUq9Jjn
— ANI (@ANI) September 17, 2020
শুধু মঙ্গলবার ১৬ তারিখেই ১১ লক্ষ ৩৬ হাজার ৬১৩টি নমুনার করোনা টেস্ট হয়। একদিনে সর্বাধিক সংক্রমণ ও রেকর্ড সংখ্যক মৃত্যুর খবর নিয়ে দেশের মধ্যে নিদারুণ বিপর্যস্ত রাজ্য মহারাষ্ট্র। বৃহস্পতিবারই বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ৩০ মিলিয়ন ছাড়িয়ে গেল। রয়টার্সের সূত্র বলছে, বিশ্বে করোনার সংক্রমণের গতি শ্লথ হওয়ার সম্ভাবনা এখনও নেই বললেই চলে। সংক্রমণের নিরিখে বিশ্বে দ্বিতীয় স্থানে রয়েছে ভারত।