(Photo Credits: dipr.mizoram.gov.in)

আইজল, ১১ মার্চ: বিশ্বজুড়ে করোনাভাইরাস আক্রান্তের (Coronavirus Outbreak) সংখ্যা ক্রমশ বাড়ছে। করোনা রুখতে উত্তর-পূর্ব ভারত নিয়েছে কড়া পদক্ষেপ। সিকিম এবং অরুণাচল প্রদেশে (Arunachal Pradesh) ইতিমধ্যেই বিদেশিদের প্রবেশ নিষিদ্ধ হয়েছে। এবার তৃতীয় রাজ্য হিসেবে সেই তালিকায় নাম লেখাল মিজোরাম। ইতিমধ্যেই আটকে দেওয়া হয়েছে মিজোরামের (Mizoram) সীমান্ত। স্থলপথে কিংবা জলপথে, কোনওদিক দিয়েই প্রবেশ করা যাবে না মিজোরামে। রাজ্য সরকারের তরফ সরকারিভাবে নোটিশ দিয়ে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে সীমান্ত। পরবর্তী নোটিশ না আসা পর্যন্ত বন্ধ থাকবে সীমান্ত। মায়ানমার এবং বাংলাদেশ (Bangladesh), এই দুটি দেশের সীমান্তই বিশেষত বন্ধ রেখেছে মিজোরাম।

ভারতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৬। এরমধ্যে ১৬ জন রয়েছে ইতালির বাসিন্দা। গুজবে কান দিয়ে অযথা আতঙ্কিত হতে নিষেধ করেছেন চিফ সেক্রেটারি পিইউ লালনুনমাউইয়া। এখনও পর্যন্ত মিজোরামে কোনও করোনাভাইরাসে আক্রান্ত রোগীকে চিহ্নিত করা যায়নি। তবে বেশ কয়েকজনকে আইশোলেশনে রাখা হয়েছে এবং তাদের রক্তপরীক্ষার জন্যও পাঠানো হয়েছে। পাশাপাশি লালনুনমাউইয়া সরকারের খাদ্যদ্রব্যের মজুত ভাণ্ডার নিয়ে যে গুজব রটেছে। তার তীব্র প্রতিবাদ করে জানান, "আগামী ৩ মাসের জন্য যথাযথ চাল, রান্নার গ্যাস এবং পেট্রোল, ডিজেল মজুত রয়েছে সরকারের কাছে। তাই সীমান্ত বন্ধ হলেও এসব নিয়ে চিন্তার আপাতত কোনও কারণ নেই।"

আন্তর্জাতিক সীমান্ত বন্ধের কথা সরকারিভাবে ঘোষণা হওয়ার পরেই সীমান্তে নজরদারি চালাচ্ছে আসাম রাইফেলস, মিজোরাম পুলিশ। সীমান্ত পেরিয়ে যেসব সাপ্লাই ট্রাকস মিজোরামে ঢুকবে। তাদেরকে পরীক্ষা-নিরীক্ষা করার পরই রাজ্যে ঢোকার অনুমতি দেওযা হবে বলে জানানো হয়েছে।

ভারতে ক্রমশ বাড়ছে করোনা সংক্রমণ। কর্নাটকে (Karnataka) মঙ্গলবার চার জনের রক্তপরীক্ষা করে করোনাভাইরাসে (Coronavirus) আক্রান্ত হওয়ার প্রমাণ মিলেছে। পুণেতে সোমবারই দু’জন আক্রান্ত হয়েছেন এই ভাইরাসে। কেরলে এ দিন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন আরও ছয় জন। সব মিলিয়ে ভারতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৫৬।