Road Accident (Photo Credit: X)

ফের শহর কলকাতায় বেপড়োয়া গতির কারণে ভয়াবহ দুর্ঘটনা। সাতসকালে ইএম বাইপাসে (EM Bypass) উল্টে গেল গাড়ি। ঘটনাস্থলে পুলিশ ও স্থানীয় বাসিন্দা এসে গাড়ির চালক ও আরোহীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। কারোর মৃত্যু হয়নি। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, চালক মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন, সেই কারণেই দুর্ঘটনাটি ঘটে। ইতিমধ্যেই দুজনকে আটক করা হয়েছে এবং গাড়িটিও বাজেয়াপ্ত করা হয়েছে। অন্যদিকে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

সজোরে ল্যাম্প পোস্টে ধাক্কা গাড়ির

জানা যাচ্ছে, উল্টোডাঙার দিক থেকে আসা একটি প্রাইভেট গাড়ি যুবভারতী স্টেডিয়ামের ৫ নম্বর গেটের কাছে একটি ল্যাম্প পোস্টে ধাক্কা মারে। তারপরেও কিছু এগিয়ে গিয়ে উল্টে যায় গাড়িটি। অভিযোগ, এদিন নির্ধারিত গতির থেকেও বেশি জোড়ে গাড়িটি ছুটছিল। আর তাতেই ঘটে বিপত্তি। এমনকী রাস্তায় বসানো রয়েছে স্পিডোমিটার, তারপরেও কীভাবে এত গতিতে গাড়িটি ছুটছিল, সেটাই এখন বড় প্রশ্ন।