Coronavirus Death Toll In India: মুম্বইয়ে মৃত মহিলা, দেশে করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা বেড়ে ২৮
ছবিটি প্রতীকী

নতুন দিল্লি, ২৯ মার্চ: দেশে করোনাভাইরাসে (Coronavirus) মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ২৮। মহারাষ্ট্রের মুম্বইয়ে (Mumbai) ৪০ বছরের এক মহিলার মৃত্যু হয়েছে। তিনি শ্বাস-প্রশ্বাস জনিত জটিলতা এবং উচ্চ রক্তচাপে ভুগছিলেন। মহারাষ্ট্রে নিয়ে ৭ জনের মৃত্য়ু হল। এর আগে আজ সকালে গুজরাত ও জম্মু ও কাশ্মীরে ২ জনর মৃত্যু হয়। বারামুল্লা জেলার তাংমার্গে বছর পঞ্চাশর এক ব্যক্তির মৃত্যু হয়। অন্যদিক গুজরাতে মৃত্যু হয় বছর পয়তাল্লিশের এক ব্যক্তির।

এখনও পর্যন্ত সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে মহারাষ্ট্রে। তারপরই আছে কর্নাটক। সেখানে ৩ জনের মৃত্যু হয়ছে মারণ ভাইরাসে আক্রান্ত হয়ে। দিল্লি ও মধ্যপ্রদেশে মৃত্যু হয়েছে ২ জন করে। অন্যদিকে তামিলনাড়ু, বিহার, পঞ্জাব, তেলাঙ্গানা, পশ্চিমবঙ্গ, হিমাচলপ্রদেশ ও কেরালায় একজন করে রোগী মারা গেছেন। দেশে এখনও পর্যন্ত করোনাভাইরাস আক্রান্তর সংখ্যা ৯৭৯। যার মধ্যে ৮৬৫ জনের চিকিৎসা চলছে। ৮৬ জন সুস্থ হয়েছেন। আরও পড়ুন: PM On Maan Ki Baat: 'সামাজিক দূরত্ব বাড়ান এবং মানসিক দূরত্ব হ্রাস করুন', 'মন কি বাত'-এ বার্তা দিলেন নরেন্দ্র মোদি

আজ সকাল ১১ টায় নরেন্দ্র মোদি (Narendra Modi) আজ সকালে জাতির উদ্দেশে 'মন কি বাত'-এ (Maan Ki Baat) "সামাজিক দূরত্ব বাড়ানোর এবং মানসিক দূরত্ব হ্রাস করার" আহ্বান জানিয়েছে কারণ করোনাভাইরাস বা কোভিড -১৯ এর বিস্তার নিয়ন্ত্রণে ২১ দিনের লকডাউন অবলম্বন করতে বলেন। করোনাভাইরাসের সংক্রমণ রুখতে দেশ জুড়ে তিন সপ্তাহের লকডাউনের ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগামী ১৪ এপ্রিল পর্যন্ত সেই লকডাউন চলবে। তার জেরে কার্যত স্তব্ধ গোটা দেশ।লকডাউন অমান্য করা মানে জীবন নিয়ে খেলা। দেশবাসীকে তিনি আশ্বস্ত করেছেন, ''করোনার বিরুদ্ধে যুদ্ধে আমরা জিতবই।''