PM On Maan Ki Baat: 'সামাজিক দূরত্ব বাড়ান এবং মানসিক দূরত্ব হ্রাস করুন', 'মন কি বাত'-এ বার্তা দিলেন নরেন্দ্র মোদি
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Photo: ANI)

নতুন দিল্লি, ২৯ মার্চ: আজ সকাল ১১ টায় নরেন্দ্র মোদি (Narendra Modi) আজ সকালে জাতির উদ্দেশে 'মন কি বাত'-এ (Maan Ki Baat) "সামাজিক দূরত্ব বাড়ানোর এবং মানসিক দূরত্ব হ্রাস করার" আহ্বান জানিয়েছে কারণ করোনাভাইরাস বা কোভিড -১৯ এর বিস্তার নিয়ন্ত্রণে ২১ দিনের লকডাউন অবলম্বন করতে বলেন। করোনাভাইরাসের সংক্রমণ রুখতে দেশ জুড়ে তিন সপ্তাহের লকডাউনের ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগামী ১৪ এপ্রিল পর্যন্ত সেই লকডাউন চলবে। তার জেরে কার্যত স্তব্ধ গোটা দেশ।লকডাউন অমান্য করা মানে জীবন নিয়ে খেলা। দেশবাসীকে তিনি আশ্বস্ত করেছেন, ''করোনার বিরুদ্ধে যুদ্ধে আমরা জিতবই।''

পরিকল্পনা ছাড়া আচমকা লকডাউন ঘোষণা নিয়ে বিরোধীদের সমালোচনার মুখে পড়েছেন নরেন্দ্র মোদি। সাধারণ হঠাৎ মানুষও অনেকে অসুবিধার মধ্যে পড়েছেন। সেই সব সমস্যার জন্য প্রথমেই দেশবাসীর কাছে ক্ষমা চেয়ে নেন তিনি। তবে একই সঙ্গে কেন লকডাউন প্রয়োজন সে বিষয়ে বলেছেন, ''রোগের নিয়মই হল শুরুতেই প্রতিরোধ করা। সেই কারণেই লকডাউন ঘোষণা হয়েছে। সবাই সেটা মেনে চলুন। ঘরে থাকুন, সুস্থ থাকুন।'' আরও পড়ুন, করোনার লড়াইয়ে চিকিৎসক, নার্স, পুলিশকর্মীদের নিরলস পরিশ্রমকে কুর্নিশ জানিয়ে টুইটে ধন্যবাদজ্ঞাপন মুখ্যমন্ত্রীর

কোয়ারান্টিনে যারা রয়েছেন তাঁদের অনেককেই বিদ্রুপের শিকার হতে হচ্ছে, সে বিষয়ে তিনি বলেন,''এই ধরনের কিছু অভিযোগ শুনেছি। কিন্তু এটা বুঝতে হবে, স্বেচ্ছা কোয়রান্টিনে থাকা পরিবারের সদস্যরা দায়িত্বশীল। তাঁরা আক্রান্ত নন, কিন্তু সংক্রমণের সম্ভাবনা থাকাতেই তাঁরা ঘরবন্দি থাকছেন। তাঁদের সাহায্য করুন।'' গরীব, ভবঘুরেদের জন্য বার্তা দেন-"লকডাউনের জেরে গৃহহীন, ভিক্ষাজীবী, ভবঘুরেদের খাদ্যসঙ্কট দেখা দিয়েছে। প্রধানমন্ত্রীর আহ্বান, আপনার আশপাশে কেউ অভুক্ত থাকলে, তাঁকে যতটা সম্ভব সাহায্য করুন। তাঁদের পারলে খেতে দিন।'' আর বাড়িতে বসে গান শোনা, নাচ গান করা, রান্নাবান্না করা, পরিবারকে সময় দেওয়ার কথাও উল্লেখ করেন।