ভোপাল, ৯ এপ্রিল: মহামারী করোনাকে রুখতে ২১ দিনের লকডাউনে রয়েছে দেশ। আগামী ১৪ এপ্রিল সেই সময়সীমা শেষ হচ্ছে। এর মধ্যেও অনেক সদ্যোজাত পৃথিবীর আলো দেখেছে। নতুন বাবা-মা এই বিপর্যয়ের মুহূর্তকে মনে রাখতে নবজাতকের নাম করণে কোভিড-১৯ প্রসঙ্গ টেনেছেন। টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্ট অনুসারে ভোপালের এক দম্পতি তাঁদের বাচ্চার নাম রেখেছেন ‘লকডাউন’। কারণ জীবনের বাকিদিনগুলিতে এই বিপর্যয়কে মনে রাখতেই এমন নামকরণ করা হয়েছে বলে খবর। দিন কয়েক আগে উত্তরপ্রদেশের দুই দম্পতি তাঁদের সন্তানের নাম রেখেছেন যথাক্রমে ‘করোনা’ ও ‘লকডাউন’। দম্পতিদের আশা, এই নাম শুনে মানুষ অন্তত নিজের সুরক্ষার প্রসঙ্গে সচেতন হবে। আরও পড়ুন- PIB On Viral Fake Audio Clip: করোনা ছড়াচ্ছে সবজি বিক্রেতারা__সংখ্যালঘু সম্প্রদায়কে অভিযুক্ত করতে ভুয়ো অডিও ভাইরাল হয়েছে; বলল পিআইবি
নরেন্দ্র মোদির ডাকা জনতা কার্ফিউর দিন যে শিশু সন্তানের জন্ম হল, পরিবারের লোকজন তার নাম রাখলেন করোনা। তাঁদের মনে হয়েছে করোনা-ই একমাত্র দেশে একতা ফিরিয়ে এনেছে। এবং কেমনভাবে প্রত্যেকে এই মহামারীর বিরুদ্ধে লড়ে চলেছে। অন্ধ্রপ্রদেশের কাডাপ্পা এলাকাতেও নভেন করোনাভাইরাসকে মনে রেখেই দুই দম্পতি তাঁদের সদ্যোজাতদের নামকরণ করেছেন। শিশুপুত্রের নাম করোনা কুমার। আর শিশুকন্যার নাম করোনা কুমারী। বর্তমান পরিস্থিতির উপরে নজর রেখে চিকিৎসকরাই এই নাম প্রস্তাব করেন।