বেঙ্গালুরু, ৬ মে: কর্ণাটক বিধানসভা নির্বাচনে (Karnataka Assembly Polls 2023) কংগ্রেস (Congress) অনায়াসে জিতবে। এমনই দাবি করলেন কর্ণাটকে কংগ্রেস সভাপতি ডিকে শিবকুমার (D K Shivakumar)। শিবকুমার বললেন, কর্ণাটকে কংগ্রেস ১৪০টির বেশী আসনে জিতবে, সেখানে বিজেপি ৬০টি-র কম আসন পাবে। রাহুল গান্ধী দাবি করেছেন, কংগ্রেস কর্ণাটকে ১৫০টি-র বেশী আসনে জিতবে, আর বিজেপি পাবে ৪০টির মত আসন।
কর্ণাটকে জিতলে ২০২৪ লোকসভা নির্বাচনে কংগ্রেসের কাছে বড় সুযোগ এসে যাবে বলেও শিবকুমার দাবি করলেন। পাশাপাশি তিনি মুখ্যমন্ত্রী পদ নিয়ে কোনওরকম দ্বন্দ্ব নেই বলেও দাবি করেন তিনি। আরও পড়ুন-রেললাইনের ধারে ইনস্টাগ্রাম রিল বানানোর জের, বেঘোরে প্রাণ খোয়াল নবম শ্রেণীর পড়ুয়া
দেখুন টুইট
Congress will win over 140 seats in Karnataka assembly polls; BJP will be reduced to less than 60: D K Shivakumar to PTI
— Press Trust of India (@PTI_News) May 6, 2023
অমিত শাহ, জেপি নাড্ডা থেকে ইয়েদুরাপ্পা, ঈশ্বরাপ্পাদের মত কেন্দ্রীয় ও রাজ্য বিজেপির শীর্ষ নেতাদের দাবি বিজেপি কর্ণাটকে ১৪৫টি-র বেশী আসনে জিতবে। প্রসঙ্গত, আগামী ১০ মে কর্ণাটক বিধানসভায় ২২৪টি আসনে নির্বাচনে হবে।