Rajasthan Election 2023: যশবন্ত সিনহার ছেলে, গৌরব ভল্লভকে রাজস্থানে প্রার্থী কংগ্রেসের
Photo Credits: PTI

রাজস্থানে আসন্ন বিধানসভা নির্বাচনে আরও ৫৬টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করল কংগ্রেস। সচিন পাইলট ঘনিষ্ঠ সাত বিধায়ককে টিকিট দিল না হাত শিবির। পরিবর্তে ৩২ জন নতুন মুখকে ভোটে দাঁড় করানো হল। এখনও পর্যন্ত অশোক গেহলেটের রাজ্যে মোট ১৫১টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করল কংগ্রেস, বাকি থাকল আরও ৪৯টি-তে। চতুর্থ দফায় সবচেয়ে বড় চমক অটলবিহারী বাজপেয়ী জমনায় গুরুত্বপূর্ণ মন্ত্রক সামলানো যশবন্ত সিংয়ের ছেলে মানবেন্দ্র সিংকে শেও বিধানসভা থেকে প্রার্থী করল কংগ্রেস।

সম্প্রতি বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগ দিয়েছিলেন ২০ বছর ধরে পদ্মশিবিরে থাকা যশবন্ত পুত্র। কংগ্রেসের ৫৬ জনে তালিকায় অর্থনীতিবিদ তথা কংগ্রেস মুখপাত্র হয়ে জনপ্রিয়তা পাওয়া গৌরব বল্লভ। ঝাড়খণ্ড বিধানসভায় জামশেদপুর থেকে কংগ্রেস গৌরবকে দাঁড় করালেও তিনি হেরে যান।

এবার তাঁকে রাজস্থানের দেঘ-কুমহের কেন্দ্র থেকে প্রার্থী করল কংগ্রেস। গতবার এই কেন্দ্রে জেতা বিশ্বেন্দ্র সিংকে টিকিট না দিয়ে গৌরবকে দাঁড় করালো। আগামী ২৫ নভেম্বর এক দফায় রাজস্থানে ২০০টি বিধানসভা আসনে নির্বাচন হবে। ফলপ্রকাশ ৩ ডিসেম্বর।