নয়াদিল্লি: মোদি উপাধি নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে দায়ের হওয়া মামলায় রাহুল গান্ধীকে (Rahul Gandhi) ২ বছরের জেলের সাজা শুনিয়েছে সুরাটের আদালত। এরপরই লোকসভার সাংসদ পদ বাতিল হয়ে যায় রাহুলের। বিরোধীরা এর জন্য একযোগে বিজেপির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তোপ দাগলেও লাভ হয়নি কিছু। উলটে তাড়াতাড়ি রাহুল গান্ধীকে দিল্লিতে সাংসদ হিসেবে পাওয়া তাঁর সরকারি বাড়িটি (official residence) ছেড়ে দেওয়ার (vacates) নির্দেশ দেওয়া হয়।
শনিবার দুপুরে সেই বাড়ি ছেড়ে দেওয়ার সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে। ভারতবাসীকে ধন্যবাদ জানিয়ে বলেন, "হিন্দুস্তানের (Hindustan) মানুষ আমাকে এই বাড়িটি ১৯ বছরের জন্য দিয়েছিলেন। আমি তাঁদের ধন্যবাদ (thank) জানাতে চাই। সত্যি (truth) কথা বলার মূল্য হল এটা। তবে আমিও সত্যি কথা বলার জন্য যে কোনও মূল্য (price) চোকাতে রাজি আছি।" আরও পড়ুন: Poonch Terror Attack: পুঞ্চে জঙ্গি হানায় জওয়ানদের মৃত্যু, দুঃখে ঈদ পালন করছেন না কাশ্মীরের গ্রামবাসীরা
দেখুন ভিডিয়ো:
#WATCH | "People of Hindustan gave me this house for 19 years, I want to thank them. It's the price for speaking the truth. I am ready to pay any price for speaking the truth...," says Congress leader Rahul Gandhi as he finally vacates his official residence after… pic.twitter.com/hYsVjmetYw
— ANI (@ANI) April 22, 2023