Sonia Gandhi With Rahul, Priyanka And Kharge (Photo Credit: ANI/Twitter)

Congress: ভোটে অপ্রত্যাশিত হারের প্রায় এক বছর পর হরিয়ানা দলের সংগঠন ঢেলে সাজাল কংগ্রেস। গত বছর লোকসভা নির্বাচনে হরিয়ানা দারুণ ফলের পর বিধানসভা ভোটে জেতা খেলা হেরে বসেছিল কংগ্রেস। রাজ্যের বিজেপি সরকারের বিরুদ্ধে জনতার ক্ষোভ থাকলেও, দলের সাংগঠনিক দুর্বলতা ও দলীয় অন্তর্দ্বন্দ্বে ডুবেছিল কংগ্রেস। হরিয়ানা বিধানসভা ভোটে (Haryana Assembly Election 2024 ) হারের পর প্রদেশে কংগ্রেস সভাপতির পদ থেকে ইস্তফা দেন উদয় বালান। সেই থেকে গত ১০ মাস হরিয়ানায় কংগ্রেসের কোনও সভাপতি ছিল না। অবশেষে হরিয়ানায় দলীয় সংগঠন ঢেলে সাজালো হাত শিবির। এবার আর কোনও জাঠ নেতা নয়, বরং ওবিসি নেতাকে হরিয়ানার দায়িত্ব দিলেন মল্লিকার্জুন খাড়গে, রাহুল গান্ধীরা। রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা অনগ্রসর সম্প্রদায় বা ওবিসি নেতা রাও নরেন্দ্র সিং (Rao Narender Singh)-কে হরিয়ানা প্রদেশ কংগ্রেসের সভাপতি করা হল। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা হরিয়ানা কংগ্রেসের সবচেয়ে প্রভাবশালী নেতা ভূপেন্দর সিং হুডা (Bhupinder Singh Hooda)-কে পরিষদীয় দলনেতা করল হাত শিবির।

কে এই রাও নরেন্দ্র সিং

গত বছর হরিয়ানা বিধানসভা নির্বাচনে নারানুল কেন্দ্রে বিজেপির ওম প্রকাশ যাদবের কাছে হেরে গিয়েছিলেন কংগ্রেসের নবনিযুক্ত প্রদেশ রাজ্য সভাপতি রাও নরেন্দ্র সিং। ২০০৯ সালে তিনি হরিয়ানা জনহিত কংগ্রেসের টিকিটে ভোটে জিতে পরে হাত শিবিরে যোগ দেন, এবং রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী হয়েছিলেন।

দেখুন খবরটি

কী কারণে তাঁকে হরিয়ানার দায়িত্বে

রাও নরেন্দ্র সিং-কে হরিয়ানায় সভাপতি করার পিছনে মূলত দুটি কারণ থাকল। ১) তাঁর সাগঠনিক দক্ষতা ও দক্ষিণ হরিয়ানায় ওবিসি সম্প্রদায়ের মধ্য়ে কংগ্রেসের জনপ্রিয়তা কমে যাওয়া। গত বছর বিধানসভা ভোটে অনগ্রসর সম্প্রয়াদের এই অঞ্চলে ১১টি বিধানসভার মধ্যে মাত্র ১টিতে জিতেছিল কংগ্রেস। এর ফলে রাজ্য়ে ক্ষমতায় আসা হয়নি হাত শিবিরের। হরিয়ানায় গত বছর বিধানসভা ভোটে ৯০টি আসনের মধ্যে বিজেপি ৪৮টি, কংগ্রেস ৩৭টি, আইএনএলডি ২টি, নির্দলরা ৩টি আসন জতা।ে জেতে। অন্তত