Photo Credits: ANI

অবশেষে সম্পর্কের বরফ কি গলল! আম আদমি পার্টির সাংসদ রাঘব চাড্ডার দাবি অন্তত তেমনই। দিল্লির প্রশাসনিক ক্ষমতা নিয়ে কেন্দ্রের অর্ডিন্যান্সের বিরোধিতায় আপ-কে সমর্থন করবে কংগ্রেস। টুইট করে এমন কথাই জানালেন আপ নেতা রাঘব চাড্ডা। আপ সাংসদ টুইটে লিখলেন, " কংগ্রেস ঘোষণা করেছে দিল্লির অধ্য়াদেশকে তারা দ্ব্যর্থহীনভাবে বিরোধিতা করবে।"

দিল্লির প্রশাসনিক ক্ষমতা নিয়ে কেন্দ্র অধ্য়াদেশ জারি করার পর সেটা যাতে রাজ্যসভায় পাশ না করতে পারে, সেই জন্য বিজেপি বিরোধী সব দলের সঙ্গে কথা বলেছেন কেজরিওয়াল। কিন্তু নীতীশ কুমার, মমতা বন্দ্যোপাধ্যায়, কেসিআর-রা কেজরির পাশে দাঁড়ালেও, কংগ্রেস চুপ ছিল। যা নিয়ে আপ-এর মধ্যে বিরক্তি বাড়ছিল। নীতীশ কুমারের ডাকে পটনায় বিরোধীদের প্রথম মহাবৈঠকে রাহুল গান্ধীর সঙ্গে কথা বলেন কেজরিওয়াল। তারপরে কি বরফ গলল? যদিও দিল্লি কংগ্রেস নেতৃত্ব কিছুতেই কেজরিকে সমর্থন করতে রাজি ছিলেন না।

দেখুন রাঘব চাড্ডার টুইট

মঙ্গলবার বেঙ্গালুরুতে কংগ্রেসের আহ্বানে বিরোধীদের বৈঠকে আপ যোগদান করবে কি না তা নিয়ে আজ কেজরির দলের নেতারা বৈঠকে বসেছিলেন। বৈঠকের পরই রাঘব চাড্ডা এমন টুইট করেন।

দিল্লির পর পঞ্জাব। কংগ্রেস শাসিত দুটি রাজ্যের ক্ষমতাই এখন আপের দখলে। তবু বিজেপিকে রুখতে দুটি দল কাছাকাছি আসার চেষ্টা করছে। গত দুটি লোকসভা নির্বাচনে দিল্লির সাতটা আসনেই বিজেপি সব কটাতে জিতেছে। বেশ কিছু লোকসভা আসনে বিজেপি সুফল পেয়েছে মোদী বিরোধী ভোট ভাগ হওয়ার। এবার কংগ্রেসের হাত বাড়ানোর পর দিল্লিতে কংগ্রেস-আপ-এর মধ্যে লোকসভায় আসন সমঝোতা হয় কি না সেটা দেখার।