Kerala High Court (credit- Wikimedia commons)

কোচি, ১৭ অগাস্ট: সবসময় অন্য মহিলার সঙ্গে স্ত্রীর তুলনা করা। প্রত্যাশা মাফিক জীবন সঙ্গী না হওয়ার জন্য স্ত্রীকে ক্রমাগত তিরস্কার করা। স্বামীর এহেন আচরণকে মানসিক নিষ্ঠুরতা বলল কেরালা হাাইকোর্ট (Kerala High Court) ।  স্বামীর কাছ থেকে এমন কোনও আচরণ সহ্য করতে হলে তা আশা করা যায় না। আরও পড়ুন-Ratan Tata: 'যতক্ষণ না একা হয়ে সঙ্গী খুঁজছেন, ততক্ষণ একাকিত্ব বুঝবেন না', রতন টাটা

১৩ বছর হয়ে গেল বিবাহ বিচ্ছেদ হয়েছে নিম্ন আদালতে। সেই রায়ের বিরুদ্ধেই হাইকোর্টে আবেদন করেছিলেন ওই ব্যক্তি। তার রায় দিতে গিয়ে হাই কোর্ট জানিয়েছে, স্ত্রীর প্রতি স্বামির এই অন্যায় মানসিক নিষ্ঠুরতার শামিল।

পারিবারিক আদালত যখন এই দম্পতির বিবাহ বিচ্ছেদ হয়,  তখন বিচ্ছেদের কারণ হিসেবে যা দেখানো হয়ছিল, তাতেই ছিল আপত্তি। অনিল কে নরেন্দ্রন এবং সি এস সুধা-এর একটি বেঞ্চ স্বামীর মানসিক নিষ্ঠুরতাকেই এক্ষেত্রে বিবাহ বিচ্ছেদের কারণ হিসেবে দেখিয়েছে। স্ত্রী ও তার মায়ের আবেদন, সাক্ষ্য এবং স্বামীর ব্যক্তিগত ইমেল আইডি থেকে তার অফিসিয়াল ইমেল আইডিতে প্রেরিত একটি ইমেলের ভিত্তিতে এটি এই সিদ্ধান্তে পৌঁছেছে যে জীবনসঙ্গীর প্রতি তার প্রত্যাশা প্রকাশ করেছে এবং তাকে কীভাবে আচরণ করতে হবে তার নির্দেশনা দেওয়া হয়েছে।

উল্লেখ্য, মামলার ঘটনা ও পরিস্থিতি এবং রেকর্ডে থাকা প্রমাণ থেকে, দম্পতি বিয়ে করতে খুব বেশি আগ্রহী বলে মনে হয়নি। এসব পর্যবেক্ষণের পরেই হাইকোর্ট উচ্চ  লোকটির আবেদন খারিজ করে এবং বিবাহ ভেঙে দেওয়ার পারিবারিক আদালতের আদেশকে বহাল রাখে। শুধু বিচ্ছেদের কারণ বদলে মানসিক নিষ্ঠুরতা করে দেওয়া হয়।