
দিল্লি, ২৬ মে: গুজরাটে (Gujarat) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (PM Narendra Modi) রোড শোয়ে হাজির হন কর্নেল সোফিয়া কুরেশির পরিবার। প্রধানমন্ত্রীর রোড সোযে হাজির হন কর্নেল কুরেশির (Colonel Sofia Qureshi) গোটা পরিবার। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে খুশি কুরেশির পরিবার। সোফিয়া কুরেশির যমজ বোন সাইনা সানসারা বলেন, 'প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে সাক্ষাৎ করতে পেরে আমরা খুশি। মহিলাদের ক্ষমতায়নের জন্য প্রধানমন্ত্রী মোদী অনেক কাজ করেছেন। সোফিয়া আমার যমজ বোন। আপনার বোন যদি দেশের জন্য কিছু করেন, তাহলে তিনি গোটা দেশের মানুষের প্রতিনিধিত্ব করেন। তাই সোফিয়া কুরেশি বর্তমানে গোটা দেশের বোনের জায়গা নিয়েছেন' বলেও মনে করেন সাইনা।
আরও পড়ুন: PM Narendra Modi's Roadshow: মোদীর রোড শোয়ে হাজির কর্নেল কুরেশির পরিবার, দেখুন ভিডিয়ো
শুনুন কী বললেন সাইনা সুনসারা...
#WATCH | Gujarat: On PM Modi's roadshow in Vadodara, Colonel Sofiya Qureshi's twin sister Shyna Sunsara says, "We felt good meeting PM Modi. PM Modi has done a lot for women's empowerment. Sofia is my twin sister. When your sister does something for the country, it inspires not… pic.twitter.com/IA3ceI5RJ1
— ANI (@ANI) May 26, 2025
অপারেশন সিদূঁরের সময় দেশকে সামনে থেকে নেতৃত্ব দেন কর্নেল সোফিয়া কুরেশি। কর্নেল কুরেশি এবং উইং কমান্ডার ব্যোমিকা সিংকে দেখা যায় কীভাবে দেশের হয়ে তাঁরা মাঠে নামছেন। বিদেশ সচিব বিক্রম মিস্রির সঙ্গে সব সময় দেখা যায় দেশের নারী শক্তির দুই প্রতিনিধিকে। ফলে কর্নেল সোফিয়া কুরেশি এবং উইং কমান্ডার ব্যোমিকা সিং যেন দেশের প্রত্যেকটি পরিবারের কন্যা হয়ে ওঠেন।
তাইতো অপারেশন সিঁদূরের পর যখন সোফিয়া কুরেশির উদ্দেশে অপমানজনক মন্তব্য করেন মধ্যপ্রদেশের মন্ত্রী, তার বিরুদ্ধে ফুঁসে ওঠে গোটা দেশ। এমনকী সোফিয়া কুরেশির বিরুদ্ধে অপমানজনক মন্তব্য করায়, মধ্যপ্রদেশের মন্ত্রীর বিরুদ্ধে মামলাও দায়ের করা হয়। যা নিয়ে গোটা দেশের মানুষ প্রতিবাদে সরব হন।