
নয়াদিল্লিঃ পরীক্ষায়(Examination) বেশি নম্বর পাইয়ে দেওয়ার লোভ দেখিয়ে ছাত্রীদের(Students) লাগাতার ধর্ষণ(Rape)। গোটা ঘটনা ক্যামেরাবন্দি করে হুমকি। অধ্যাপকের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ। হাড়হিম করা ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের(Uttar Pradesh) হাথরসের(Hathras) পিসি বাগলা ডিগ্রি কলেজে। অভিযুক্ত অধ্যাপকের নাম রাজনিশ কুমার। জানা গিয়েছে, প্রায়ই ছাত্রীদের হেনস্থা করতেন তিনি। পরীক্ষায় বেশি নম্বর পাইয়ে দেওয়ার নামে চলত শারীরিক নির্যাতন। কখনও বাড়িতে ডেকে কখনও বা কলেজের নির্জন কোনও স্থানে ছাত্রীদের ধর্ষণ করা হত। আর সে সব রেকর্ড করা হত ফোনে। পরে সেই ছবি ও ভিডিয়ো দেখিয়ে দেওয়া হত হুমকি। এভাবেই দিনের পর দিন ছাত্রীদের ভয় দেখিয়ে এই ঘৃণ্য কাজ করতেন ওই অধ্যাপক।
ছাত্রীদের লাগাতার ধর্ষণের অভিযোগ অধ্যাপকের বিরুদ্ধে
সম্প্রতি কোনওভাবে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় তাঁর এই কর্মকাণ্ডের কিছু ছবি। আর তাতেই ওই অধাপকের বিরুদ্ধে মুখ খোলার সাহস দেখাতে সক্ষম হন নির্যাতিতারা। ধৃত অধ্যাপকের বিরুদ্ধে মুখ খোলেন তাঁরা। থানায় দায়ের হয় অভিযোগ। অভিযুক্ত অধ্যাপকের বিরুদ্ধে ধর্ষণ সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়। অন্যদিকে গোটা ঘটনা জানাজানি হতেই পলাতক অধাপক। ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু করেছে হাথরস পুলিশ। রেকর্ড করা হয়েছে নির্যাতিতাদের বয়ান। ধৃত অধ্যাপককে হন্যে হয়ে খুঁজছে পুলিশ।
পরীক্ষায় বেশি নম্বর পাইয়ে দেওয়ার লোভ দেখিয়ে ছাত্রীদের লাগাতার ধর্ষণ, কাঠগড়ায় অধ্যাপক
Hathras Shocker: College Professor Rapes Several Female Students After Promising Them Good Score in Exam, Films Act; Absconding After Multiple Obscene Videos Go Viral on Social Media https://t.co/ptfqB5vSyf#Hathras #UttarPradesh #Crime @TrueStoryUP @Rinkuyadav04
— LatestLY (@latestly) March 16, 2025