Col. Sofiya Qureshi Wg. Cdr. Vyomika Singh Fake X Account (Photo Credits: X)

নয়াদিল্লি, ১১ মেঃ পহেলগামে জঙ্গি হামলার (Pahalgam Terrorist Attack) জবাবে পাকিস্তানের বিরুদ্ধে 'অপারেশন সিঁদুর' (Operation Sindoor) অভিযান চালায় ভারত। পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে বেছে বেছে ৯টি জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছিল ভারতীয় সেনা। এই অভিযান ঘিরে ভারত সরকারের তরফে হওয়া সরকারি সাংবাদিক বৈঠকের পর আলোচনায় উঠে এসেছেন ভারতীয় সেনাবাহিনীর দুই নারী। কর্নেল সোফিয়া কুরেশি (Sofiya Qureshi) এবং উইং কমান্ডার ব্যোমিকা সিং (Vyomika Singh)। আর তাঁর পরেই এক্স হ্যান্ডেলে সোফিয়া এবং ব্যোমিকার অনুরাগী সংখ্যা বাড়তে থাকে হুহু করে। তবে এক্স হ্যান্ডেলে থাকা সোফিয়া এবং ব্যোমিকার অ্যাকাউন্ট দুটি ভুয়ো, জানাল পিআইবি ফ্যাক্ট চেক (PIB Fact Check)।

শনিবারই পিআইবি ফ্যাক্ট চেকের এক্স হ্যান্ডেল থেকে জানানো হয়েছে, এক্স হ্যান্ডেলে কর্নেল সোফিয়া কুরেশি এবং উইং কমান্ডার ব্যোমিকা সিংয়ের কোন অফিসিয়াল অ্যাকাউন্ট নেই। ব্লু টিক (ভেরিফায়েড) পড়া ওই অ্যাকাউন্ট দুটি ভারতীয় সেনাবাহিনীর দুই নারীর কারুর নয়। তা ফ্যান পেজ কিংবা ফেক হ্যান্ডেলও হতে পারে। তাই ওই অ্যাকাউন্ট থেকে শেয়ার করা বিষয়বস্তুর সঙ্গে সোফিয়া এবং ব্যোমিকার কোন যোগ নেই, জানিয়ে দিয়েছে পিআইবি।

এক্স-এ নেই সোফিয়া এবং ব্যোমিকাঃ