নয়াদিল্লিঃ তিরুপতির (Tirupati Temple)প্রসাদ নিয়ে অন্ধ্রপ্রদেশে (Andhra Pradesh) বিতর্কের ঝড়। অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডুর (CM Chandrababu Naidu )দাবি তিরুপতি মন্দিরের প্রসাদের লাড্ডুতে শুর চর্বি ও নিম্নমানের পণ্য ব্যবহার করা হয়েছে। এ ব্যাপারে পূর্ববর্তী ওয়াইএস কংগ্রেসকেই কাঠগড়ায় দাঁড় করিয়েছেন অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী। যদিও এই অভিযোগ একেবারে উড়িয়ে দিয়েছে ওয়াইএসআর কংগ্রেস। সম্প্রতি অমরাবতীর একটি দলীয় চন্দ্রবাবু নাইডু দাবি করেন তিরুপতির শ্রী ভেঙ্কটেশ্বর মন্দিরে প্রসাদী লাড্ডুতে পশু চর্বি বা ফ্যাট ব্যবহার করা হত। মুখ্যমন্ত্রীর কথায়,"ওয়াইএসআর কংগ্রেস আমলে প্রসাদের লাড্ডু তৈরিতে পশু চর্বি এবং নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হত।"আমরা ক্ষমতায় আসার পর বিশুদ্ধ ঘি দিয়েই লাড্ডু তৈরি করা হয়।এ ছাড়া এখন নিয়মিত মন্দির স্যানিটাইজ করা হয়।" নাইডুর এই মন্তব্যকে সমর্থন করেন অন্ধ্র প্রদেশের তথ্যপ্রযুক্তি মন্ত্রী নারা লোকেশ। তিনি বলেন, "তিরুপতি মন্দির আমাদের কাছে সবচেয়ে পবিত্র স্থান। আমি অবাক যে জগন্মোহন রেড্ডি সরকার তিরুপতিতে এই অবিচার করেছেন।" তবে ওয়াইএসআর কংগ্রেস অবশ্য এই অভিযোগকে একেবারে অস্বীকার করে জানিয়েছে, রাজনৈতিক স্বার্থসিদ্ধির জন্য এই ধরনের কুৎসা রটাচ্ছে নাইডু সরকার।
Andhra CM Chandrababu Naidu alleges YSR government used animal fat in Tirupati laddu
Read @ANI Story | https://t.co/17sIbKpaPW#AndhraPradesh #ChandrababuNaidu #YSRCongressParty #Tirupati pic.twitter.com/2pZbXYfhEB
— ANI Digital (@ani_digital) September 18, 2024