CM Arvind Kejriwal: 'মহামারীর সময়ে মুনাফা না দেখে মানবিকতা দেখান', করোনা ভ্যাকসিন প্রস্তুতকারকদের বার্তা অরবিন্দ কেজরিওয়ালের
অরবিন্দ কেজরিওয়াল (Photo Credits: ANI)

নতুন দিল্লি, ২৬ এপ্রিল: রাজধানী দিল্লিতে (Delhi) করোনা মহামারীর ব্যাপক প্রকোপের কারণে অক্সিজেন (Oxygen) ও হাসপাতালে বেড সংকট বর্তমানে সবথেকে মাথাব্যথার কারণ। এই পরিস্থিতে আজ সাংবাদিক সম্মেলন করে ১৮ বছরের ঊর্ধ্বদের বিনামূল্যে করোনা ভ্যাকসিন দেওয়ার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (CM Arvind Kejriwal)। ইতিমধ্যে ১.৩৪ কোটি ভ্যাকসিন কেনার অনুমোদন পাওয়া গেছে বলে তিনি জানান। যত শীঘ্র সম্ভব তা কিনে মানুষের কাছে পৌঁছে দেওয়াই মূল উদ্দেশ্য বলে জানান।

কেন্দ্র সরকার এবং ভ্যাকসিন প্রস্তুতকারকদের করোনা ভ্যাকসিনের ভিন্ন দাম নিয়ে ভর্ৎসনা করেন তিনি। ভ্যাকসিন প্রস্তুতকারকদের উদ্দেশ্যে বার্তা দেন,"এই মহামারীর সময়ে মুনাফার কথা না ভেবে মানবিকতা দেখান। আমি আশা করছি আপনারাই ১৫০ টাকায় রাজ্যগুলিকে ভ্যাকিসন প্রদান করবেন।" পাশাপাশি, ১৮ বছরের নীচেও সংক্রমণ ও মৃতের সংখ্যা বাড়ছে। তাদেরও যাতে ভ্যাকসিন দেওয়া যায় তার ব্যবস্থা করার আর্জি জানান কেন্দ্র সরকারের কাছে। এই ভ্যাকসিন যদি ১৮-র নীচে না দেওয়া যায় তাহলে নতুন ভ্যাকসিন তৈরি করুন, বলে জানান তিনি। আরও পড়ুন, 'কোভিড মোকাবিলায় ভারতের পাশে পাকিস্তান', শোয়েবের আবেদনে প্রশংসায় পঞ্চমুখ স্বরা

আজ আইটিবিপি পরিচালিত সর্দার প্যাটেল কোভিড সেন্টারে ৫০০টি নতুন বেড বাড়ানো হয়। কেজরিওয়াল জানান, এরপর ২,০০০ ও পরে ৫,০০০ টি বেড বাড়ানোর লক্ষ্য নিয়েছে দিল্লি সরকার। আজ সকাল ১০টা থেকে তা চালু হয়ে গিয়েছে। ২০০টি আইসিইউ বেডও চালু করা হয়েছে বলে তিনি জানান।

এদিকে আজ দিল্লিকে বাঁচাতে আমেরিকা, সিঙ্গাপুর থেকে এসেছে শ্বাসবায়ু।