নতুন দিল্লি, ১৫ এপ্রিল: দিল্লিতে করোনা পরিস্থিতি ক্রমেই ভয়াবহ আকার নিচ্ছে। আর তাই সাপ্তাহিক কারফিউ জারির সিদ্ধান্ত নিল দিল্লি (Delhi) সরকার। আজ এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (CM Arvind Kejriwal)। তিনি জানিয়েছেন, জরুরি পরিষেবার জন্য কারফিউ পাস দেওয়া হবে। মল, জিম, স্পা এবং অডিটোরিয়াম বন্ধ থাকবে। সিনেমা হল ৩০ শতাংশ দর্শক নিয়ে চলবে। এছাড়াও রেস্তরাঁতে বসে খাওয়া যাবে। কেবলমাত্র হোম ডেলিভারির অনুমতি দেওয়া হবে।
তবে খানিক স্বস্তি মিলবে বিয়ে অনুষ্ঠানের ক্ষেত্রে। কারফিউ চলাকালীন বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে হলে নিতে হবে ই পাস। সেই পাস রাজ্য সরকার দেবে। কেজরিওয়াল জানান, দিল্লিতে করোনাভাইরাস সংক্রমণ রুখতে প্রতি পৌরসভা জোনে প্রতিদিন একটি করে মাত্র সাপ্তাহিক বাজার খুলে রাখা হবে। আরও পড়ুন: COVID 19 In Mumbai : পাঁচতারা হোটেলে চিকিৎসা হবে কোভিড রোগীদের, নির্দেশ স্বাস্থ্য দপ্তরের
Curfew passes to be issued to those rendering essential services. Malls, gyms, spas and auditoriums to be closed. Cinemas halls to operate at 30% capacity only. People will not be allowed to dine-in restaurants, only home deliveries permitted: Delhi CM Arvind Kejriwal pic.twitter.com/dfjCvtFFDD
— ANI (@ANI) April 15, 2021
কেজরিওয়াল বলেন, দিল্লির হাসপাতালে বেডের অভাব নেই। সর্বশেষ তথ্য অনুসারে, ৫ হাজার বেড খালি রয়েছে।