নতুন দিল্লি, ১৬ মার্চ: চলতি মাসেই ভারত সফরে আসতে পারেন চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই (China's Foreign Minister Wang Yi)।ভারত সফরের আগে তাঁর নেপালে যাওয়ার সম্ভাবনা রয়েছে। লাদাখে গালওয়ান উপত্যকায় সংঘর্ষের (Galwan Valley Clash) পর এটাই হবে চিনের কোনও মন্ত্রীর প্রথম ভারত সফর। পূর্ব লাদাখে বিবাদ মেটাতে ভারত ও চিন সামরিক পর্যায়ে আলোচনা চালিয়ে যাচ্ছে।
চিনা মন্ত্রীর ভারত সফরের বিষয়ে ভারতের বিদেশ মন্ত্রকের তরফে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। সরকারি সূত্র জানিয়েছে, উভয় পক্ষই যোগাযোগে রয়েছে, তবে চিনা বিদেশমন্ত্রীর সফর এখনও পুরোপুরি চূড়ান্ত হয়নি। আরও পড়ুন: Navjot Singh Sidhu Resign: পঞ্জাব প্রদেশ কংগ্রেসের সভাপতি পদ থেকে পদত্যাগ নভজোৎ সিং সিধুর
কাঠমান্ডু পোস্ট মঙ্গলবার জানিয়েছে যে ওয়াং ই ২৬-২৭ মার্চ নেপাল সফর করবেন। তিনি রাষ্ট্রপতি বিদ্যাদেবী ভান্ডারি, প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবা এবং নেপালের বিদেশমন্ত্রী নারায়ণ খড়কার সঙ্গে সাক্ষাৎ করবেন।