অমৃতসর, ১৬ মার্চ: পঞ্জাব প্রদেশ কংগ্রেসের (Punjab Pradesh Congress Committee) সভাপতি পদ থেকে পদত্যাগ করলেন নভজোৎ সিং সিধু (Navjot Singh Sidhu)। কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভানেত্রী সনিয়া গান্ধীকে (Sonia Gandhi) তিনি পদত্যাগ পত্র পাঠিয়েছেন। গতকাল উত্তরপ্রদেশ, পঞ্জাব, মণিপুর, গোয়া, উত্তরাখণ্ড প্রদেশ সভাপতিদের পদত্যাগ করার নির্দেশ দেন সনিয়া।
আজ সকালে সিধু টুইট করে পদত্যাগের কথা জানিয়েছেন। টুইটে তিনি পদত্যাগের চিঠিটিও পোস্ট করেেন। সিধু লিখেছেন, "কংগ্রেস সভানেত্রীর ইচ্ছা অনুযায়ী আমি আমার পদত্যাগপত্র পাঠিয়েছি।" আরও পড়ুন: COVID-19 Vaccination For 12-14 year’s Age Begins: আজ থেকে শুরু, প্রবীণদের বুস্টার ও ১২-১৪ বছর বয়সীদের টিকাকরণ
Punjab Congress chief Navjot Singh Sidhu tenders his resignation from the post.
Congress President Sonia Gandhi had asked the PCC Presidents of Uttar Pradesh, Uttarakhand, Punjab, Goa & Manipur to put in their resignations in order to facilitate reorganisation of PCCs. pic.twitter.com/3CXOjph7Sy
— ANI (@ANI) March 16, 2022
সদ্য সমাপ্ত পাঁচ রাজ্যের নির্বাচনে ভরাডুবি হয়েছে কংগ্রেসের (Congress)। ১১৭ আসন বিশিষ্ট পঞ্জাব বিধানসভায় ৯২টি আসন পেয়ে সরকার গড়েছে আম আদমি পার্টি (AAP)। কংগ্রেস পেয়েছে মাত্র ১৮টি আসন। নির্বাচনী ফলাফল কাটাছেঁড়া করতে রবিবার বৈঠকে বসেছিল কংগ্রেস ওয়ার্কিং কমিটি (Congress Working Committee)।