লেহ, ৬ জুলাই: ভারত-চিন সীমান্ত সংঘর্ষে (India-China Border Tension) খানেক স্বস্তি! সোমবার ভারতীয় সেনা সূত্রে খবর, চিনের লালফৌজ (China Troops) গালওয়ান ভ্যালির (Galwan Valley) ১-২ কি.মি থেকে তাঁদের সৈন্য, অস্ত্র ও তাঁবু সরিয়ে নিয়েছে। তবে জানা গেছে, গালওয়ান ভ্যালি এলাকায় চিনের অস্ত্রবোঝাই গাড়ি এখনও মজুত রয়েছে। চিনা সেনার এই গাড়িগুলির ওপর নজরদারি রাখছে ভারতীয় সেনা।
সংবাদসংস্থা এএনআই-র খবর অনুযায়ী, সংঘর্ষ এলাকাগুলি হল পিপি-১৪ (গালওয়ান রিভার ভ্যালি), পিপি-১৫, হট স্প্রিং ও ফিঙ্গার এরিয়া। ভারতীয় সেনাদের মতে চিনা সৈন্যদের অবস্থান থেকে উঠে অন্য কোনও জায়গায় অবস্থান করতে পারে। তাই বিষয়টিকে গুরুত্ব দিয়ে নজর রাখা হচ্ছে। যাতে একটা মাছিও গলতে না পারে।
আরও পড়ুন, ভারত মাতার শত্রুরা আপনাদের তেজ ও ক্রোধ দেখেছে, লাদাখে বললেন প্রদানমন্ত্রী নরেন্দ্র মোদি
গত ৩ জুলাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লেহ'তে উপস্থিত হন। ১১,০০০ ফুট উঁচুতে সিন্ধু নদের ধারে লাদাখের নিমুতে সেনা, বায়ু সেনা ও আইটিবিপি কর্মীদের সঙ্গে কথা ববলেন। সেখানে নাম না করে চিনকে হুঁশিয়ারি দিয়ে বলেন, "বিস্তারবাদের যুগ শেষ হয়ে গেছে। এই যুগ বিকাশবাদের। বিকাশবাদই প্রাসঙ্গিক। এটার জন্য সময় আছে। এটাই ভবিষ্যত। গত শতাব্দীতে বিস্তারবাদই মানববতার ক্ষতি করেছে, মানবতাকে শেষ করেছে। বিশ্বশান্তির সামনে বিকাশবাদ হুমকি। তবে এসব শক্তি এখন শেষ হয়ে গেছে। পুরো বিশ্ব বিস্তারবাদের বিরুদ্ধে। বিশ্ব বিকাশবাদে সমর্পিত। তাকে স্বাগত জানাচ্ছে। যখন যখন সুরক্ষার বিষয়ে ভাবি তখন আমি দুজন মায়ের কথা মনে করি। একজন ভারতমাতা। আর অনেক বীরমাতা, যাঁরা আপনাদের জন্ম দিয়েছেন। আপনাদের সম্মান, আপনাদের পরিবারের সম্মান আমাদের কাছে অগ্রাধিকার। সেনার জন্য আধুনিক হাতিয়ার ও অন্য সরঞ্জামে আমরা গরুত্ব দিয়েছি।"