রায়পুর: মোদি পদবি বিতর্কে (Modi Surname Controversy) দোষী সাব্যস্ত করে সুরাটের আদালত (Surat's Court) ২ বছরের জেলের সাজা দিয়েছে কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে (Congress leader Rahul Gandhi)। এর জেরে শুক্রবার সাংসদ পদ খারিজ হয়েছে (disqualification as member of Parliament) ওয়ানাড়ের কংগ্রেস সাংসদের। তারপর থেকেই গোটা দেশজুড়ে এই ঘটনার প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন কংগ্রেস ও যুব কংগ্রেস কর্মী-সমর্থকরা।
শুক্রবার বিকেলে রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজের প্রতিবাদে ছত্তিশগড়ের (Chhattisgarh) রাজধানী রায়পুরে (Raipur) অবস্থিত বিজেপি পার্টি অফিসের (BJP's party office) সামনে প্রবল বিক্ষোভ (protest) দেখান যুব কংগ্রেসের কর্মীরা (Youth Congress Members)। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Prime Minister Narendra Modi) কুশপুতুল পোড়ানোর সঙ্গে সঙ্গে বিজেপি পার্টি অফিসের বাইরে থাকা পোস্টার ও ব্যানারে কালো রং (black paint) লাগিয়ে দেয়।
দেখুন ভিডিয়ো:
#WATCH | Members of Chhattisgarh Youth Congress protest against BJP outside the party's office in Raipur against Rahul Gandhi's disqualification as member of Parliament; black paint smeared on BJP posters #Chhattisgarh pic.twitter.com/qNyVyqJtZe
— ANI MP/CG/Rajasthan (@ANI_MP_CG_RJ) March 24, 2023
পরে এই ঘটনাকে কেন্দ্র করে যুব কংগ্রেস ও বিজেপি কর্মীদের মধ্যে তুমুল মারামারি শুরু হয়ে যায। একে অপরের বিরুদ্ধে পাথর ছুঁড়তেও দেখা যায় দু'পক্ষের কর্মীদের। আরও পড়ুন: Rahul Gandhi: রাহুলের বিরুদ্ধে শাস্তি না তুললে বড় আন্দোলনের হুঁশিয়ারি স্ট্যালিনের
#WATCH | Chhattisgarh: Youth Congress and BJP workers enter into a clash with each other in Raipur over the disqualification of #RahulGandhi as an MP. Stone pelting also ensued.
Earlier this evening, Chhattisgarh Youth Congress protested against BJP over the issue in Raipur. pic.twitter.com/Ve2E0xqyLA
— ANI MP/CG/Rajasthan (@ANI_MP_CG_RJ) March 24, 2023