Chhattisgarh: মাওবাদীদের সঙ্গে গুলির লড়াই, ছত্তীশগড়ে নিহত ৫ জওয়ান
ছত্তীশগড়ে বিস্ফোরণ

ছত্তীশগড়, ৩ এপ্রিল : ছত্তিশগড়ের (Chhattisgarh) বিজাপুরে গুলির  লড়াইয়ে নিহত  ৫ জওয়ান। যার মধ্যে সিআরপিএফের (CRPF) ৩ জন এবং ডিস্ট্রিক্ট রিসার্ভ গার্ডের ২ জওয়ান রয়েছেন। ওই ঘটনায় কমপক্ষে ১২ জনের আহত হওয়ার খবর মিলেছে। বিজাপুরে গুলির লড়াইয়ে জওয়ানদের আহত এবং নিহত হওয়ার পাশাপাশি ২ মাওবাদী আত্মসমর্পণ করে বলে খবর।

ছত্তীশগড়ের ডিজিপি জানান, মাওবাদীদের খোঁজ বাহিনী তল্লাশি শুরু করে বিজাপুরের টারেমে। সিআরপিএফের কোবরা, ডিআরজি এবং এসটিএফের একাধিক জওয়ান ওই তল্লাশি অভিযানে সামিল হন। বিজাপুরের পাশাপাশি রাইপুরেও মাওবাদীদের খোঁজে তল্লাশি শুরু হয়।

আরও পড়ুন : Aditya Narayan : করোনায় আক্রান্ত আদিত্য নারায়ণ, কোভিডের থাবা গায়কের স্ত্রীর শরীরেও

প্রসঙ্গত গত সপ্তাহে সুকমায় তল্লাশি অভিযানের সময় আইটিবিপি (ITBP) ৩ মাওবাদীকে নিজেদের হেপাজতে নেয়। সুকমার বেশ কয়েকটি এলাকায় বিস্ফোরণের ছক কষছিল মাওবাদীরা। মাওবাদীদের (Naxals) সেই পরিকল্পনা রুখে দিয়ে,তাদের গ্রেপ্তার করেন জওয়ানরা।

ওই ঘটনার পরপরই বিজাপুরে বাহিনীর উপর অতর্কিতে হামলা চালায় মাওবাদীদের আরও একটি দল। সেখানেই ৫ জওয়ানের মৃত্যুর খবর পাওয়া যায়।