চেন্নাই, ২৩ মে: গরমে (Summer) বিভিন্ন ধরনের পানীয় (Drink) খাচ্ছেন দোকান থেকে কিনে? যদি দোকানের বিভিন্ন ধরনের পানীয়র প্রতি আকৃষ্ট হয়ে থাকেন, তাহলে এবার সাবধান। দোকান থেকে যে পানীয়গুলি কিনে খাচ্ছেন, তাতে যে কোনও মুহূর্তে বিপদ বাঁধতে পারে। বিশ্বাস না হলে চেন্নাইয়ের (Chennai) এই মেয়েটির কথাই পড়ে দেখুন।
রিপোর্টে প্রকাশ, মেয়ের জন্য দোকান থেকে বোবা ড্রিঙ্ক কিনে এনেছিলেন মা। সিল করা বোতলই আনেন। বাড়িতে আসার পর মেয়ে বোতল খুলে বোবা ড্রিঙ্ক খেতে শুরু করে। তবে এক চুমুক দিতেই কিছু একটা গণ্ডগোল রয়েছে বলে সে আভাস পায়।
আরও পড়ুন: Homemade chana sattu: গরমে ছোলার ছাতু। ঘরেই বানান স্বাস্থ্যকর ও পুষ্টিকর পানীয়
বোবা ড্রিঙ্কের মধ্যে বরফের টুকরো ভেবে ততক্ষণাৎ সেটিকে গিলে ফেলে ওই মেয়েটি। তবে কাঁচের টুকরো গিলতেই তাঁর কষ্ট শুরু হয়। সঙ্গে সঙ্গে মেয়েটিকে হাসপাতালে নিয়ে যান বাড়ির লোকজন। মেয়ে বমি শুরু করায়, তাকে নিয়ে বাড়ির লোকের ছোটাছুটি পড়ে যায়। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কোম্পানিকে জানানো হয়েছে। তবে কোম্পানির তরফে এখনও এ বিষয়ে কোনও উত্তর আসেনি বলে চেন্নাই ওই মহিলা জানান।
নিজের লিঙ্কডিন প্রোফাইলে জাহ্নবী সাংভি নামে চেন্নাইয়ের ওই মহিলা গোটা ঘটনার কথা উল্লেখ করেন এবং সংশ্লিষ্ট কোম্পানি থেকে যাতে কেউ কিছু না কেনেন, সে বিষয়ে পরামর্শ দেন তিনি।
জাহ্নবী আরও জানান, বোবা ড্রিঙ্কের মার্কেটিং লিড বিপুল চৌধুরীর সঙ্গে তিনি কথা বলেছিলেন। তাঁকে আশ্বস্ত করা হয়, তাঁর মেয়ের চিকিৎসার খরচ কোম্পানির তরফে বহন করা হবে। যা শুনে সঙ্গে সঙ্গে তিনি সমস্ত ধরনের মেডিকেল ডকুমেন্ট জমা করেন। তবে দিনের পর দিন কেটে গেলেও, কোম্পানির তরফে এখনও কিছু জানানো হয়নি। এমনকী, তাঁর ইমেল এবং ফোন বার বার প্রত্যাখ্যান করা হচ্ছে বলে অভিযোগ করেন জাহ্নবী সাংভি।