চেন্নাই, ২১ নভেম্বর: অন্তঃসত্ত্বা স্ত্রীকে (Wife) নিয়ে হাসপাতালে যাননি। উলটে নির্দিষ্ট একটি হোয়াটস অ্যাপ (WhatsApp) গ্রুপের সাহায্যে অন্তঃসত্ত্বা স্ত্রীর সন্তান ভূমিষ্ঠ করান এক ব্যক্তি (Husband)। শুনতে অবাক লাগলেও চেন্নাইতে (Chennai) এমনই এক ঘটনা প্রকাশ্যে আসতেই তা নিয়ে তদন্ত শুরু করে পুলিশ। চেন্নাইয়ের তিরুভান্নামালাইয়ের বাসিন্দা মনোহরণ এবং তাঁর স্ত্রী সুকন্যা সম্প্রতি 'হোম বার্থ এক্সপেরিয়েন্স' নামে একটি হোয়াটস অ্যাপ গ্রুপের সদস্য হন। যে হোয়াটস অ্যাপ গ্রুপের সাহায্যে সুকন্যা যাতে তাঁর তৃতীয় সন্তান প্রসব করতে পারেন, সেই ব্যবস্থা করেন মনোহরণ। সংশ্লিষ্ট হোয়াটস অ্যাপ গ্রুপে ১০০০ সদস্য রয়েছেন। ওই গ্রুপের সাহায্যে সুকন্যার তৃতীয় সন্তান ভূমিষ্ঠ হয় বলে খবর।
শুধু তাই নয়, দুই মেয়ের মা সুকন্যা তৃতীয়বার অন্তঃসত্ত্বা হওয়ার পর কোনও চিকিৎসকের দ্বারস্থ হননি। হোম বার্থ এক্সপেরিয়েন্স নামে ওই হোয়াটস অ্যাপ গ্রুপের সাহায্যে অন্তঃসত্ত্বা থাকাকালীন সময়ে সমস্ত ধরনের নিয়মকানুন সুকন্যা মেনে চলেন বলে খবর। তারপর সুকন্যার তৃতীয় সন্তান ভূমিষ্ঠ হলে, ওই এলাকার পাবলিক হেলথ অফিসের তরফে অভিযোগ দায়ের করা হয়। সুকন্যা এবং মনোহরণ মেডিকেল সেফটি রেগুলারেশন মানেননি। ফলে ওই দম্পতির বিরুদ্ধে দায়ের করা হয় অভিযোগ।
পুলিশ অভিযোগ পেয়ে তদন্ত শুরু করে। সেই সঙ্গে হোম বার্থ এক্সপেরিয়েন্স নামে ওই হোয়াটস অ্যাপ গ্রুপের নাম উদ্ধার করে। স্থানীয় সরকারি হাসপাতালের তরফে মনোহরণ এবং সুকন্যাকে সব ধরনের সাহায্য করা হবে বলে আশ্বাস দেওয়া হয়। তা সত্ত্বেও কেন ওই দম্পতি এই ধরনের কাজ করলেন, তা নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। ফলে অভিযোগের প্রেক্ষিতে সঠিক পদক্ষেপ করা হবে বলে আশ্বাস দেয় পুলিশ।