cheetah Photo Credit: Twitter@ANI

মধ্যপ্রদেশের ভোপালে চিড়িয়াখানায় জন্ম নিল চারটি চিতা। ৩ বছর বয়সী একটি চিতাকে নামিবায়া থেকে উড়িয়ে আনা হয়েছিল ভারতে। ১৭ সেপ্টেমবর ২০২২ নামিবিয়া থেকে ভারতে আনা হয় চিতাটিকে।

আপাতত বাচ্চাগুলি সুরক্ষিতই রয়েছে । মা চিতার তরফ থেকে বাচ্চা গুলিকে বাইরে আনা হলে বোঝা যাবে চিতার লিঙ্গ, জানিয়েছেন বনসংরক্ষনের মুখ্যকর্তা জে এস চৌহান।

এদিন পরিবেশ ও বন মন্ত্রী ভুপেন্দ্র যাদব চিতার বাচ্চাগুলির ছবি পোস্ট করেছেন।