মধ্যপ্রদেশের ভোপালে চিড়িয়াখানায় জন্ম নিল চারটি চিতা। ৩ বছর বয়সী একটি চিতাকে নামিবায়া থেকে উড়িয়ে আনা হয়েছিল ভারতে। ১৭ সেপ্টেমবর ২০২২ নামিবিয়া থেকে ভারতে আনা হয় চিতাটিকে।
আপাতত বাচ্চাগুলি সুরক্ষিতই রয়েছে । মা চিতার তরফ থেকে বাচ্চা গুলিকে বাইরে আনা হলে বোঝা যাবে চিতার লিঙ্গ, জানিয়েছেন বনসংরক্ষনের মুখ্যকর্তা জে এস চৌহান।
এদিন পরিবেশ ও বন মন্ত্রী ভুপেন্দ্র যাদব চিতার বাচ্চাগুলির ছবি পোস্ট করেছেন।
The three-year-old female Cheetah 'Siyaya' translocated to India from Namibia on 17th September 2022 gave birth to four cubs around five days ago. The cubs are safe in a pre-release enclosure. When the mother cheetah will bring out the cubs into the open then we'll know about… pic.twitter.com/dlvzLry6xR
— ANI (@ANI) March 29, 2023
#WATCH | Union Cabinet Minister for Environment, Forest & Climate Change Bhupender Yadav shares a video of four cubs born to one of the cheetahs translocated to India on 17th September 2022. pic.twitter.com/pxaKaipqnM
— ANI (@ANI) March 29, 2023