Heatwave in Bengal (Photo Credit: X@MeteoraWeather)

নয়াদিল্লিঃ রবিতেও(Sunday) গরমে হাঁসফাঁস অবস্থা রাজ্যবাসীর। বেলা বাড়তেই বেড়েছে রোদ(Sun)। যার জেরে একেবারে নাজেহাল অবস্থা মানুষের। ভ্যাপসা গরম জেলাগুলিতেও। তাপপ্রবাহের(Heatwave) সতর্কতাও রয়েছে পাঁচ–ছ’টি জেলায়। বাঁকুড়া, বীরভূম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম এবং পুরুলিয়ায় তাপপ্রবাহের আভাস রয়েছে। কোথাও কোথাও তাপমাত্রার পারদ ছাড়াতে পারে ৮০ ডিগ্রি। কলকাতা–সহ দক্ষিণবঙ্গের বাকি জেলায় রবিবার তাপমাত্রা স্বাভাবিকের থেকে চার থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস বেশি।  আবার । আবার অতিরিক্ত তাপপ্রবাহের ফলে নিম্নচাপেরও সম্ভাবনা রয়েছে বলে জানিয়ে আলিপুর হাওয়া অফিস।

বাড়বে আরও গরম, কী জানাচ্ছে আবহাওয়া দফতর?

তবে বৃহস্পতিবার থেকে বড়সড় বদল আসতে চলেছে আবহাওয়ায়। হাওয়া অফিস জানিয়েছে, আগামী ২০ ও ২১ মার্চ দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শুধু তাই নয়, পশ্চিমাঞ্চলে মঙ্গলবার তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। আসলে অসম ও রাজস্থানে সৃষ্টি হয়েছে ঘূর্ণাবর্ত। পূর্ব বাংলাদেশের দিকে রয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত। যার কিছুটা প্রভাব পড়তে পারে পশ্চিমবঙ্গের আকাশে। এরফলে বুধে খানিকটা স্বস্তি মিলতে পারে। বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে কয়েকটি জেলায়।

রবিতেও গরমে হাঁসফাঁস রাজ্যবাসী, বৃষ্টির দেখা কবে?