নয়াদিল্লিঃ ডেটিং অ্যাপের (Dating App) মাধ্যমে আলাপ। কয়েক সপ্তাহ ধরেই চলছিল চ্যাটিং। ধীরে ধীরে মেসেজ থেকে ভিডিয়ো কলে কথাবার্তা। তারপর দেখা করার সিদ্ধান্ত নেয় যুগল। কিন্তু সেই ডেটিং যে দুঃস্বপ্নে পরিণত হবে তা স্বপ্নেও ভাবতে পারেননি যুবক। ডেটিংয়ে গিয়ে ২ লক্ষ টাকা খোয়ালেন তিনি। ইতিমধ্যেই এই ঘটনায় ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। চলছে তদন্ত।
ডেটিং অ্যাপে ফের প্রতারণার শিকার যুবক
জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুতে। তথ্য প্রযুক্তি সংস্থায় কাজ করেন ওই যুবক। সম্প্রতি ডেটিং অ্যাপের মাধ্যমে এক তরুণীর সঙ্গে আলাপ হয় তাঁর। প্রথমে বেঙ্গালুরুর একটি ক্যাফেতে দেখা করেন তিনি। এরপর ছেলেটিকে একটি ঘরে নিয়ে যায় মেয়েটি। এরপর আচমকা সেই ঘরে ঢুকে পড়েন কয়েকজন যুবক। তরুণীর ব্যাগ ঘেঁটে মাদকের প্যাকেট উদ্ধার করে তাঁরা। তরুণীর বিরুদ্ধে ড্রাগ পাচারের অভিযোগ তুলে হুমকি দিতে শুরু করে তাঁরা। কান্নাকাটি শুরু করে মেয়েটি। পুলিশের থেকে বাঁচার আর্জি জানান তিনি। এরপরই তাঁকে ছেড়ে দেওয়ার জন্য ১৫ লক্ষ টাকা দাবি করে ওই যুবকরা। চলে দর কষাকষি। শেষে ওই চার যুবককে মেয়েটির হয়ে ২ লক্ষ টাকা দেন ওই তরুণ। ঘটনার দু'দিন পর পুলিশের দ্বারস্থ হন তিনি। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, গোটা ঘটনাটি পূর্ব পরিকল্পিত। মেয়েটি ও চার দুষ্কৃতীর সঙ্গে যুক্ত। শুধু তাই নয়, মেয়েটির ব্যাগে যে মাদকের প্যাকেট পাওয়া গিয়েছিল তাতে আসলে ছিল সাদা পাউডার। এই ঘটনায় জড়িত থাকার অপরাধে ছয় জনকে গ্রেফতার করেছে পুলিশ।
ডেটিং অ্যাপে প্রতারণার শিকার, ২ লক্ষ টাকা খোয়ালেন যুবক
कॉफी शॉप, होटल रूम और ड्रिंक्स... कैसे महिला ने डेटिंग ऐप पर शख्स को लगाया 2 लाख का चूना?#Bangalorehttps://t.co/JP2tiABQs8
— Dainik Jagran (@JagranNews) July 29, 2025