উত্তপ্ত বিয়েবাড়ি (ছবিঃX)

নয়াদিল্লিঃ বিয়েবাড়িতে(Wedding) জুতো(Shoe) চুরির চল রয়েছে ভারতের(India) বিভিন্ন জায়গায়। মজার ছলে বিয়ের মণ্ডপ থেকে বরের জুতো চুরি করে থাকেন কনের বন্ধু ও ভাইবোনেরা। তারপর সেই জুতো ফেরানোর বদলে জামাইবাবুর থেকে চাওয়া হয় টাকা। এরপরই পাত্রপক্ষ ও কন্যাপক্ষের মধ্যে চলে দর কষাকষি। ভারতীয় বিয়েবাড়িতে এটি একটি মজার নিয়ম হিসেবেই পরিচিত। এবার এই মজার নিয়মকে কেন্দ্র করেই উত্তেজনা ছড়াল বিজনোরের গাধমালপুরের একটি বিয়েবাড়িতে।

বরের জুতো চুরিকে কেন্দ্র করে উত্তপ্ত বিয়েবাড়ি

জানা গিয়েছে, সম্প্রতি দেরাদুনের চক্রতার পাত্রের সঙ্গে বিয়ে হয় বিজনোরের এক তরুণীর। বিবাহ বাসরে বরের থেকে ৫০ হাজার টাকা চেয়ে বসে কনেপক্ষ। কিন্তু তাতে একেবারেই রাজি হয় না পাত্রপক্ষ। ৫ হাজার টাকা দিতে রাজি হয় তাঁরা। কিন্তু মাত্র ৫ হাজার টাকা নিতে বেঁকে বসে কনেপক্ষ। এই নিয়ে দু'পক্ষের মধ্যে চলে দর কষাকষি। মুহূর্তে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। অভিযোগ, পাত্রপক্ষের উপর চরাও হয় কনের বাড়ির লোক। তাঁদের গায়ে হাত পর্যন্ত তোলা হয়। পাল্টা কনেপক্ষের অভিযোগ, পাত্রপক্ষ গালিগালাজ করেছেন তাঁদের। এই নিয়ে চলতে থাকে বচসা। আর এই বচসা চরমে পৌঁছলে পণ নিয়ে অভিযোগ তোলে কোনেপক্ষ। তাঁরা জানায়, পাত্রপক্ষ জোর করে ২ লক্ষ টাকা পণ নিয়েছে। তবে তা অস্বীকার করা হয়েছে পাত্রপক্ষের তরফে। পরিস্থিতি ক্রমে ভয়াবহ হলে খবর দেওয়া হয় পুলিশে। এরপর পুলিশের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ইতিমধ্যেই গোটা ঘটনার পূর্ণ তদন্তের আশ্বাস দিয়েছে পুলিশ।

 বিয়েবাড়িতে বরের জুতো চুরি নিয়ে তুমুল অশান্তি, ডাকতে হল পুলিশ