Chandrayaan 3 Live Streaming PhotoCredit: Youtube@ ISRO Official

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। চাঁদের মাটি ছুঁতে চলেছে ভারতের চন্দ্রযান-৩। ঐতিহাসিক সেই মুহূর্তের সাক্ষী হতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন ১৪০ কোটি ভারতীয়। দেশে বসে সরাসরি ঐতিহাসিক ওই মুহূর্তের সাক্ষী হতে পারবেন ভারতীয়রা। বিদেশ থেকেও দেখা যাবে সরাসরি সম্প্রচার। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ISRO সরাসরি সম্প্রচার করবে। সরাসরি সম্প্রচারিত হবে DD ন্যাশনাল চ্যানেলেও।

ইসরো(ISRO) জানিয়েছে, গোটা বিশ্বের মানুষ চন্দ্রপৃষ্ঠে চন্দ্রযান-৩ মহাকাশযানের অবতরণ (Chandrayaan 3 Landing) দেখতে পারবেন সরাসরি। ভারতীয় সময় অনুযায়ী, বুধবার বিকেল ৫টা বেজে ২৭ মিনিটে ISRO-র ওয়েবসাইটে সরাসরি সম্প্রচার শুরু হবে। ISRO-র ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলেও সরাসরি সম্প্রচারিত হবে চন্দ্রযান-৩ মহাকাশযানের অবতরণ। এর পাশাপাশি DD National টিভি চ্যানেলেও দেখানো হবে সরাসরি। (Chandrayaan 3 Landing Broadcast)

এক ঝলকে দেখে নিন কোথায় কোথায় দেখা যাবে লাইভ স্ট্রিমিং ঃ- 

ইসরো ওয়েবসাইট: https://www.isro.gov.in/

ইসরো ফেসবুক চ্যানেল: https://www.facebook.com/ISRO

ইসরো ইউটিউব চ্যানেল: https://www.youtube.com/watch?v=DLA_64yz8Ss