সাহারানপুর: বুধবার দুপুরে স্বশস্ত্র দুষ্কৃতীরা হামলায় গুলিবিদ্ধ হলেন (Shot) ভীম আর্মি ও আজাদ সমাজ পার্টি (কাঁসিরাম)-র প্রধান (Bhim Army leader and Aazad Samaj Party - Kanshi Ram chief) চন্দ্রশেখর আজাদ (Chandra Shekhar Aazad)। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) সাহারানপুরে (Saharanpur)। জখম অবস্থায় আজাদকে নিয়ে গিয়ে স্থানীয় সিএইচসি হাসপাতালে (CHC hospital) ভর্তি করা হয়েছে। বর্তমানে তাঁর অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে।
Bhim Army leader and Aazad Samaj Party - Kanshi Ram chief, Chandra Shekhar Aazad taken to a hospital in Saharanpur, Uttar Pradesh after his convoy was attacked by a few armed men and a bullet brushed past him. Details awaited. https://t.co/TDVzdFGUDa pic.twitter.com/URJCGGAOiU
— ANI (@ANI) June 28, 2023
এপ্রসঙ্গে বিকেলে স্থানীয় এসএসপি ডঃ বিপিন টাডা বলেন, "আধঘণ্টা আগে গাড়ি নিয়ে এসে কয়েকজন স্বশস্ত্র দুষ্কৃতী চন্দ্রশেখর আজাদের কনভয়ে (convoy) হামলা চালায়। তাদের ছোঁড়া গুলি আজাদের পেছনে লাগে। বর্তমানে তাঁর অবস্থা স্থিতিশীল আছে। সিএইচসি হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে। পুরো ঘটনাটির তদন্ত করছে পুলিশ।"
Uttar Pradesh | Chandra Shekhar Aazad, national president of Aazad Samaj Party - Kanshi Ram and Bhim Army leader's convoy attacked by armed men in Saharanpur.
SSP Dr Vipin Tada says, "Half an hour back, the convoy of Chandra Shekhar Aazad was fired at by a few car-borne armed… pic.twitter.com/RUoh15yYWY
— ANI (@ANI) June 28, 2023
হাসপাতালে জখম অবস্থায় চন্দ্রশেখর আজাদ বলেন, "আমি মনে করতে না পারলেও আমাদের লোকজন দুষ্কৃতীদের শনাক্ত করতে পারবে। ঘটনার পর ওই দুষ্কৃতীদের গাড়ি সাহারানপুরে দিকে চলে যায়। আমরা ইউটার্ন নিয়েনি। হামলার সময় গাড়িতে আমি ও আমার ছোটভাই-সহ মোট পাঁচজন ছিলাম।" আরও পড়ুন: RBI's Financial Stability Report: দেশের আর্থিক অবস্থা স্থিতিশীল, রিপোর্ট RBI-এর
দেখুন ভিডিয়ো:
#WATCH | "I don't remember well but my people identified them. Their car went towards Saharanpur. We took a U-Turn. Five of us, including my younger brother, were in the car when the incident occurred..," says Bhim Army leader and Aazad Samaj Party - Kanshi Ram chief, Chandra… pic.twitter.com/MLeVR8poaN
— ANI (@ANI) June 28, 2023