Chandigarh: করোনা কেড়েছে বাবার প্রাণ, খবর পেয়েই শকে প্রয়াত তরুণী মেয়ে
প্রতীকী ছবি (Photo Credits: Pixabay)

চণ্ডীগড়, ১২ আগস্ট: করোনাভাইরাস বাবার প্রাণ কেড়েছে। এই খবর পেয়েই শকে মৃত্যু হল বছর ২৪-এর এক তরুণীর। বাবা যশপাল সিং একজন এএসআই। মহামারীর পরিস্থিতিতে তিনি ডিউটি করছিলেন। তার মধ্যেই করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। বাবার মৃত্যুর খবর পেয়েই রীতিমতো চমকে ওঠেন মেয়ে নবপ্রীত কৌর। বাবার মৃত্যুর কিছুক্ষণের মধ্যে মেয়েও প্রাণ হারান। হিন্দুস্তান টাইমসের রিপোর্ট অনুসারে মৃত তরুণী মুত্রাশায় জনিত সমস্যা ও ডায়াবেটিসে ভুগছিলেন। বাবার মৃত্যুর খবর পেয়েই দিদি চলে গেল, জানালেন মৃতার বাইর সরণদীপ সিং। সোমবার বাবার শেষকৃত্য করার পর মঙ্গলবার দিদির অন্ত্যেষ্টি করেন ওই যুবক। শোক সন্তপ্ত সরণদীপ জানিয়েছেন, দীর্ঘদিন ধরেই অসুস্থতা জনিত কারণে দুর্বল ছিল দিদি। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে চণ্ডীগড়ে (Chandigarh)। আরও পড়ুন-Jammu And Kashmir: পুলওয়ামায় এনকাউন্টারে শহিদ সেনা জওয়ান খতম ১ জঙ্গিও

তিনি বলেন, “বাবার শেষকৃত্য করে যখন বাড়িতে ফিরলাম তখন দিদি নবপ্রীত বুঝতে পেরেছিল কিছু একটা ঘটেছে। বাবার শরীর কেমন আছে জানতে চেয়ে কাঁদতে শুরু করে দিদি। আমরা কোনও উত্তর দিতে পারিনি। বার বার তাকে শান্ত হতে বলি। কিন্তু দিদির কান্না থামছিল না। মৃত্যুর আগে সে শুধু ড্যাডিজি উচ্চারণ করতে পেরেছিল। তারপর দিদি আর কিছুই বলেনি।” জানা গিয়েছে, লুধিয়ানা পুলিশ লাইনে কর্মরত ছিলেন অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর যশপাল সিং। তিনিও দীর্ঘদিন ধরে টিবি ও এবং ডায়াবেটিসে ভুগছিলেন। করোনায় আক্রান্ত হওয়ার পর তাঁর কিডনি ঠিকমতো কাজ করছিল না। গত ২৬ জুলাই তাঁর করোনাভাইরাস রিপোর্ট পজিটিভ এলে সাত তারিখে চণ্ডিগড়ের পিজিআইএমইআর হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার সেখানেই তিনি মারা