![](https://bnst1.latestly.com/uploads/images/2025/01/donald-trump-narendra-modi-.jpg?width=380&height=214)
দিল্লি, ১০ ফেব্রুয়ারি: মার্কিন প্রেসিডেন্ট (US President Donald Trump) ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে ১২ এবং ১৩ ফেব্রুয়ারি ভারতের প্রধানমন্ত্রী সাক্ষাৎ করবন বলে জানানো হয় বিদেশ মন্ত্রকের তরফে। ফ্রান্স সফর শেষ করে মোদী পা দেবেন আমেরিকায়।
ট্রাম্পের সঙ্গে সাক্ষাতের আগে আমেরিকার (US) সঙ্গে বন্ধুত্বের বার্তা দিলেন প্রধানমন্ত্রী। মোদী বলেন, ডোনাল্ড ট্রাম্পের জমানায় যাতে ভারতের (India) সঙ্গে মার্কিন মুলুকের সম্পর্ক আরও জোরদার হয়, সেই চেষ্টা করবেন। প্রযুক্তি থেকে বাণিজ্য কিংবা সেনা বহর, আমেরিকার সঙ্গে ভারতের আদানপ্রদান যাে সঠিক থাকে, সেই পরিকল্পনা বৈঠকে করা হবে বলে জানান মোদী।
প্রসঙ্গত সোমবার বিকেলে ফ্রান্সে (France) উড়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ফ্রান্স সফর শেষ করে আমেরিকায় পা দেবেন মোদী।