Champai Soren (Photo Credit : ANI/X)

রাঁচি, ২১ অগাস্ট: হেমন্ত সোরেন (Hemant Soren)  জামিনে মুক্তি পাওয়ার পর ঝাড়খণ্ডের (Jharkhand) মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দেন চম্পই সোরেন (Champai Soren)। মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দেওয়ার পর থেকেই চম্পই সোরেনকে নিয়ে জোর জল্পনা শুরু হয়। চম্পই দিল্লিতে গিয়ে বিজেপিতে যোগ দেবেনকি না, তা নিয়েও একাধিক প্রশ্ন উঠতে শুরু করে। এসবের মাঝে এবার প্রকাশ্যে এল নয়া খবর। আগামী এক সপ্তাহের মধ্যে কোনও খবর আসতে চলেছে বলেও জানান চম্পই সোরেন।

সম্প্রতি চম্পই  অভিযোগ করেন, মুখ্যমন্ত্রীর আসনে বসার পর তাঁকে অপদস্ত হতে হয়েছে জেএমএম-এর একাধিক নেতার কাছে।

'ঝাড়খণ্ডের বাঘ' নামে পরিচিত চম্পই সোরেন। হেমন্ত সোরেনের গ্রেফতারির পর তাই দলের তরফে চম্পইকে মুখ্যমন্ত্রীর আসনে বসানো হয়। যদিও হেমন্ত সোরেন জামিন পেয়ে জেল তেকে বেরোতেই চম্পইকে মুখ্যমন্ত্রীর চেয়ার থেকে সরে যেতে হয়।