China (Photo Credit: Twitter)

দিল্লি, ২৯ নভেম্বর: চিনের মানুষের মধ্যে ক্রমাগত বাড়ছে শ্বাসযন্ত্রের সমস্যা। শ্বাসযন্ত্রের সমস্যার জেরে নিঃশ্বাস নিতে অসুবিধার মধ্যে যত মানুষ পড়ছেন,তার জেরে আতঙ্ক ছড়াতে শুরু করেছে। চিনের বহু মানুষের মধ্যে বিশেষ করে শিশুদের শ্বাসযন্ত্রে সংক্রমণের প্রবণতা ক্রমশ বাড়তে শুরু করায়, ভারতেও জারি করা হয়েছে সতর্কতা। কেন্দ্রীয় সরকারের তরফে বিষয়টি নিয়ে সতর্ক করা হয়েছে নাগরিকদের। কেন্দ্রীয় সরকার এ বিষয়ে সতর্কতা জারির পরপরই ৫ রাজ্যও সাবধানী। রাজস্থান, গুজরাট, উত্তরাখণ্ড, তামিলনাড়ু এবং কর্ণাাটক সরকারের তরফে জারি করা হয়েছে সতর্কতা।

আবহাওয়ার পরিবর্তনের  জেরে বর্তমানে যাতে প্রত্যেকে সুস্থ থাকেন, সে বিষয়ে সতর্কতা জারি করা হয় কর্ণাটক সরকারের তরফে। বর্তমানে আবহাওয়ার কারণে যাঁদের শরীর ভাল যাচ্ছে না, তাঁদের অসুস্থতা ৫ থেকে ৭ দিন থাকতে পারে। ফলে প্রত্যেকে সাবধানে থাকুন বলে কর্ণাটকের স্বাস্থ্য দফতর জারি করে জারি করে সতর্কতা। বড়দের পাশাপাশি ছোটদের ক্ষেত্রেও যাতে সতর্কতা অবলম্বন করা হয়, সে বিষয়ে বার বার জানানো হয়েছে স্বাস্থ্য দফতরের তরফে। বর্তমানে যে অসুস্থতা বাড়ছে তার মধ্যে রয়েছে, জ্বর, সর্দি, কাশি, বমি, খাবারে অনীহা, মাথা ঘোরার মত একাধিক উপসর্গ।

রাজস্থানের স্বাস্থ্য দফতরের তরফেও রাজ্যবাসীকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।