সোশ্যাল মিডিয়া (Photo Credits: Pixabay)

নতুন দিল্লি, ২৭ মে: ওটিটি (OTT) এবং ডিজিটাল নিউজ প্ল্যাটফর্মগুলিকে (Digital News Platform)  আরও ১৫ দিন সময় দিল তথ্য ও সম্প্রচার মন্ত্রক। গত ফেব্রুয়ারিতে ডিজিটাল মিডিয়া নীতিগুলির বিষয়ে নতুন গাইডলাইনগুলির সম্মতি সম্পর্কে বিশদ বিবরণ দিতে নির্দেশ দেয়। নয়ানীতি নিয়ে কেন্দ্র ঘোষণা করেছিল। অনলাইন নিউজ এবং ডিজিটাল মিডিয়া, ওটিটি প্ল্যাটফর্মগুলিতে এই নয়ানীতি প্রযোজ্য হবে।

তথ্য সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভড়েকর একটি সংবাদ মাধ্যমকে জানান, ভুয়ো সংবাদ রুখতে সোশ্যাল মিডিয়া এবং স্ট্রিমিং সংস্থাগুলিকে রুখতেই এই নিয়ম কঠোর করা হয়েছে। নতুন নির্দেশিকাতে বলা হয়েছে, যদি অভিযোগ আসে তবে নারীদের নগ্নতা অথবা বিকৃত ছবি ২৪ ঘণ্টার মধ্যে অপসারণ করতে হবে। আরও পড়ুন, অশোকনগরে 'টর্নেডো', ভেঙে চুরমার বাড়িঘর, দেখুন

কেন্দ্রের এই নয়ানীতি নিয়ে বিতর্ক সৃষ্টি হয়। যদিও প্রকাশ জাভড়েকর একথা মানতে রাজি হননি। তিনি পাল্টা জানান, মানুষ এই নীতিকে স্বাগত জানিয়েছে। তিনি বলেন, মুম্বইয়ের স্টেকহোল্ডারদের কাছ থেকে যথাযথ পরামর্শ নেওয়া হয়েছে।