অশোকনগর, ২৭ মে: ফের মিনি টর্নেডো(Tornado)৷ এবার উত্তর ২৪ পরগনার অশোকনগরে মিনি টর্নেডোর দাপট দেখা যায় বলে দাবি৷ বৃহস্পতিবার সকালে কয়েক মুহূর্তের মিনি টর্নেডোর জেরে কার্যত লণ্ডভণ্ড হয়ে যায় অশোকনগরের ২২ নম্বর কলোনি এলাকার একাংশ৷ অশোকনগরের (Ashoknagar) পাশাপাশি গুমার (Guma) একাংশ দিয়েও এই মিনি টর্নেডো বয়ে যায় বলে দাবি করেন নেটিজেনদের একাংশ (Netizen)৷
অশোকনগরে টর্নেডোর বেশ কয়েকটি ফুটেজ ভাইরাল হয়ে যায় সামাজিক মাধ্যমে৷ যেখানে রাজু বিশ্বাস নামে এক প্রত্যক্ষদর্শী জানান, বৃহস্পতিবার সকালে অশোকনগরের উপর দিয়ে মিনি টর্নেডো বয়ে যায়৷ তাঁরা দেখে ভয় পেয়ে যান৷ ফলে তিনি বেশিক্ষণ ভিডিয়ো করতে পারেননি৷
আরও পড়ুন: Cyclone Yaas: প্রবল গতিবেগে ওড়িশার ধামড়ায় আছড়ে পড়ল বিধ্বংসী ঘূর্ণিঝড় য়াস
এমনকী, মিনি টর্নেডো যে এলাকা দিয়ে বয়ে যায়, সেখানে বাড়ির চাল থেকে শুরু করে৷ গাছের ডাল আকাশে উড়ে যেতে দেখা যায় বলে জানান ওই ব্যক্তি৷ পাশাপাশি যে অঞ্চলের উপর দিয়ে মিনি টর্নেডো বয়ে যায়, সেখানকার বাড়িঘর সব তছনছ হয়ে যায় কয়েক মিনিটের ব্যবধানে৷ এমনও দেখা যায় বেশ কয়েকটি ছবি এবং ভিডিয়োর জেরে৷
দেখুন...
প্রসঙ্গত ২৫ মে উত্তর ২৪ পরগনার হালিশহর, নৈহাটিতে (Naihati) মিনি টর্নেডো আছড়ে পড়ে৷ ওই দিনের ঘটনার জেরেও ওই এলাকার ৩০-৪০টি বাড়ি উপড়ে পড়ে বলে খবর৷ মঙ্গলবারের ঘটনার পর ২৬ মে অর্থাত বুধবার কলকাতায় স্থানীয়ভাবে টর্নেডোর সতর্কতা জারি করা হয়৷ যার জেরে প্রত্যেককে বাড়ির মধ্যে সাবধানে থাকার পরামর্শ দেন মুখ্যমন্ত্রী৷ যদিও কলকাতায় টর্নেডোর আগমন ঘটেনি৷ ২৬ মে-র ওই সতর্কতার পর এবার অশোকনগর এবং গুমা দিয়ে বয়ে যায় মিনি টর্নেডো৷