Dilip Kumar Dies: ‘সমস্ত অভিনেতাদের হিরো ছিলেন তিনি’, দিলীপ কুমারের প্রয়াণে শোকবার্তার ঢল
দিলীপ কুমার (Photo Credits: Instagram)

মুম্বই, ৭ জুলাই: ট্রাজেডি কিং হিসেবেই সকলে তাঁকে চিনত৷ সেই দিলীপ কুমার (Dilip Kumar) অমৃতলোকে যাত্রা করলেন৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৮ বছর৷ কিংবদন্তী অভিনেতার মুখপাত্র ফয়জল ফারুকি তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেন৷ এক অফিশিয়াল টুইট বার্তায় ফারুকি জানান, “ভারাক্রান্ত মন নিয়ে গভীর শোকের সঙ্গে জানাচ্ছি যে কয়েক মিনিট আগে প্রিয় দিলীপ সাহেব ইন্তেকাল করেছেন৷ আমরা আল্লাহর কাছ থেকে এসেছি এবং তাঁর কাছেই ফিরব৷” আও পড়ুন-Dilip Kumar Passes Away: প্রয়াত দিলীপ কুমার

এদিকে কিংবদন্তী অভিনেতার প্রয়াণের খবরে ভেঙে পড়েছেন অনেকেই৷ তালিকায় ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে শুরু করে রাজনীতির লোকজনও রয়েছেন৷ ইতিমধ্যেই প্রবীণ অভিনেতার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন নরেন্দ্র মোদি৷ তিনি লেখেন, “চলচ্চিত্র জগতের কিবদন্তী হিসেবে স্মরণীয় থাকবেন দিলীপ কুমার জি৷ অতুলনীয় মেধার আশীর্বাদধন্য তিনি৷ যেকারণে দশকের পর দশক ধরে দর্শকরা তাঁর অভিনয়ে মুগ্ধ হয়েছেন৷ তাঁর মৃত্যু আমাদের সাংস্কৃতিক জগতের বিরাট ক্ষতি৷ পরিবার, পরিজন, বন্ধুবান্ধব ও অনুরাগীদের জন্য সমবেদনা রইল৷”

শোকবার্তায় রাহুল গান্ধী জানিয়েছেন, “ভারতীয় সিনেমায় অসামান্য অবদানের জন্য প্রজন্মের পর প্রজন্ম ধরে স্মরণীয় হয়ে থাকবেন দিলীপ কুমার৷” অক্ষয় কুমার বলেন, “সমস্ত অভিনেতাদের হিরো ছিলেন দিলীপ কুমার৷ তাঁর প্রয়াণের সঙ্গে সঙ্গে ভারতীয় সিনেমার একটি যুগের অবসান হল৷” এছাড়াও অজয় দেবগন, প্রকাশ রাজ, হেমন্ত সোরেন, নবীন পট্টনায়েকৃসহ অনেকেই কিংবদন্তী অভিনেতার প্রয়াণে শোক জ্ঞাপন করেছেন৷

প্রয়াত অভিনেতার প্রকৃত নাম ইউসুফ খান৷ ৬৫-রও বেশি ছবিতে অভিনয় করেছেন তবে দেবদাস(১৯৫৫), নয়াদৌড়(১৯৫৭), মুঘল-ই-আজম(১৯৬০), গঙ্গা যমুনা (১৯৬১), (ক্রান্তি (১৯৮১), কর্মা(১৯৮৬) মতো ছবি আইকনিক চরিত্রে অভিনয়ের জন্য সিনেমাপ্রেমীরা তাঁকে মনে রাখবে ১৯৯৮ সালে কোয়েলা ছবিতে তিনি শেষবারের মতো অভিনয় করেন৷ অমৃতলোকে যাত্রা আগে রেখে গেলেন স্ত্রী তথা প্রবীণ অভিনেত্রী সায়রা বানুকে৷