সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (CBSE)-এর পক্ষ থেকে জানানো হয়েছে, খুব শীঘ্রই দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষার ফল প্রকাশ করা হবে। ফলাফলের তারিখ ও সময় আগে থেকেই শিক্ষার্থীদের জানানো হবে। board-results.cbse.nic.in বা cbseresults.nic.in অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে সিবিএসই-র ফল জানতে পারবেন পরীক্ষার্থীরা। এছাড়া DigiLocker, উমঙ্গ অ্যাপ, আইভিআরএস এবং এসএমএস-এর মাধ্যমেও ফল জানা যাবে। সিবিএসই দশম ও দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের DigiLockerটি অ্যাকাউন্ট সক্রিয় করার জন্য ৬ ডিজিটের নিরাপত্তা পিন জারি করেছে। শিক্ষার্থীদের তাদের সিকিউরিটি পিন ব্যবহার করতে হবে, তাদের অ্যাকাউন্টগুলি সক্রিয় করতে হবে যাতে তারা তাদের কাগজপত্র যেমন মার্কশিট কাম সার্টিফিকেট এবং মাইগ্রেশন সার্টিফিকেট ডাউনলোড করতে পারে।
জানুন DigiLocker-এ রেজাল্ট দেখার পদ্ধতি
The wait is almost over! #CBSE Class X and XII results for the year 2023 are #ComingSoon, & #DigiLocker platform has made a special set up for hassle-free, access to your digital marksheet.
Students visit the URL https://t.co/pSvg3mGnPS and complete the account activation process pic.twitter.com/0WuAOdtQub
— DigiLocker (@digilocker_ind) May 10, 2023
কীভাবে পিন দেবেন
-অফিসিয়াল লিঙ্ক - cbse.digitallocker.gov.in দেখুন এবং LOC পরিচয়পত্র ব্যবহার করে লগইন করুন।
-ড্রপডাউন মেনু থেকে 'লগইন অ্যাজ স্কুল' সিলেক্ট করুন।
-প্যানেলের বাম পাশে 'ডাউনলোড পিন ফাইল' এ ক্লিক করুন।