CBSE: করোনার কারণে দ্বাদশ শ্রেণীর পরীক্ষা বাতিল, প্রধানমন্ত্রী জানালেন পড়ুয়াদের সুরক্ষাই সবচেয়ে গুরুত্বপূর্ণ

নতুন দিল্লি, ১ জুন: পরীক্ষার্থীদের সুরক্ষাকেই বেশি গুরুত্ব দিল কেন্দ্রীয় সরকার। করোনার কারণে বাতিল হল CBSE-র দ্বাদশ শ্রেণির পরীক্ষা। আজ সকালে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখারিয়াল নিশাঙ্ক করোনা পরবর্তী শারীরিক জটিলতার কারণে হাসপাতালে ভর্তি হওয়ার পর, খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) এই বিষয়ে সিদ্ধান্ত নিতে আসরে নামেন। আজ সন্ধ্যায় ঘোষণা করা হয়, CBSE দ্বাদশ শ্রেণীর পরীক্ষা বাতিল করা হল। আরও পড়ুন: জুনে সর্বকালীন সর্বনিম্ন তাপমাত্রার নজির দিল্লিতে, ১৭.৯ ডিগ্রি সেলসিয়াস

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানান, পড়ুয়াদের সুরক্ষাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রধানমন্ত্রী জানালেন, "ছাত্রছাত্রী, অভিভাবক, শিক্ষকদের মধ্যে পরীক্ষা নিয়ে চলা উদ্বেগ দূর হওয়া দরকার। এইরকম মানসিক চাপের পরিস্থিতি পরীক্ষার মত বিষয়ে জোর করে না বসানোই ভাল।"

এর আগে সিবিএসসি (CBSE) দশম শ্রেণীর পরীক্ষা বাতিল করার সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক। কেন্দ্রীয় সরকার আগে জানিয়েছিল চলতি বছর দ্বাদশ শ্রেণীর পরীক্ষা নিয়ে সুপরিকল্পিত পরিকল্পনা নেওয়া হয়েছে। পরীক্ষা নেওয়ার ব্যাপারে বদ্ধপরিকর।

যদিও সুপ্রিম কোর্টে মামলা করা আইনজীবি মমতা শর্মা এবছরের মত পরীক্ষা বাতিলের আর্জি জানিয়েছিলেন। বিরোধী দলের নেতারাও পরীক্ষা বাতিলের দাবিতে সরব হয়েছিলেন।