নতুন দিল্লি, ২ ফেব্রুয়ারি: কেন্দ্রীয় মাধ্যমিক শিক্ষা বোর্ড অর্থাৎ সিবিএসই (CBSE) আজ দশম এবং দ্বাদশ শ্রেণির পরীক্ষার দিনক্ষণ প্রকাশ করেছে। ৪ মে থেকে ১১ জুন অফলাইনে অনুষ্ঠিত হবে। বিস্তারিতভাবে জানতে cbse.nic.in-ওয়েবসাইটে ক্লিক করুন। প্রতিবেদন অনুসারে, দশম এবং দ্বাদশ শ্রেণীর প্রার্থীদের প্রবেশপত্র এপ্রিলে প্রকাশিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই বছর সিলেবাসটিও ৩০ শতাংশ হ্রাস করা হয়েছে এবং গবেষণাপত্রে ৩৩ শতাংশ অভ্যন্তরীণ পছন্দের প্রশ্ন থাকবে।
করোনা মহামারীর কারণে দেশজুড়ে বিদ্যালয় এবং সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলি গত মার্চ মাস থেকে বন্ধ। অতিমারীর প্রকোপ বেশি থাকায় ঝুঁকি নিয়ে বিদ্যালয় খোলার অনুমতি দিচ্ছিল না কেন্দ্র। গতবছর অক্টোবর মাস থেকেই শিক্ষা প্রতিষ্ঠানগুলি খুলে যায়। ১৫ জুলাই পরীক্ষার ফলাফল বেরোতে পারে। পরীক্ষার হলে মাস্কের ব্যবহার আবশ্যিক। বিদ্যালয়গুলিতে পর্যাপ্ত পরিমাণ স্যানিটাইজার মজুত রাখা হবে। আরও পড়ুন, ব্রিটেনে দেড় হাজার স্বেচ্ছাসেবককে দেওয়া হল কোভিশিল্ডের ভুল ডোজ, মুখে কুলুপ অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার
পরীক্ষাসংক্রান্ত আরও তথ্য জেনে নিন cbse.nic.in-ওয়েবসাইটে গিয়ে।
cbse.nic.in-ওয়েবসাইটে ক্লিক করুন।
এরপর classes 10, 12 datesheets’-অপশনটিতে ক্লিক করুন।
এরপর পরীক্ষা সংক্রান্ত দিনক্ষণের বিষয়ে বিশদে দেখে নিন।