নতুন দিল্লি, ২০ সেপ্টেম্বর: জমি ও টাকার বিনিময়ে চাকরি দুর্নীতি মামলায় আরও বিপাকে পড়লেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদব (Lalu Prasad Yadav)। লালুর বিরুদ্ধে এই দুর্নীতি মামলায় জড়িত থাকার স্পষ্ট মিলেছে, এমন দাবি করে তাঁর বিরুদ্ধে মামলা করে বিচার শুরু করার প্রক্রিয়া শুরু করার জন্য সরকারীভাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে অনুমতি চাইল সিবিআই।
অমিত শাহ-র মন্ত্রক এই বিষয়ে CBI-কে অনুমতি দিয়েছে। লালুর পাশাপাশি আরও ৩০জন অভিযুক্তর বিরুদ্ধে মামলার আবেদনের প্রক্রিয়া আরও কিছুটা সময় লাগবে বলে দিল্লির রোজ অ্যাভিনিউ আদালতকে জানিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। এই মামলার পরবর্তকী শুনানী ১৫ অক্টোবর।
লালুর বিরুদ্ধে মামলার অনুমতি CBI-কে
. Ministry of Home Affairs has granted sanction.
There are other more than 30 accused for whom Prosecution sanction is awaited. The CBI sought 15 more days to obtain sanctions against…
— ANI (@ANI) September 20, 2024
কেন্দ্রীয় রেলমন্ত্রী থাকাকালীন চাকরির বিনিময়ে জমি নিয়ে নেওয়ার অভিযোগ উঠেছিল লালুর বিরুদ্ধে। দিন দুয়েক আগে এই মামলায় লালুর ছেলে তেজপ্রতাপ যাদবে বিরুদ্ধে সমন জারি করেছিল আদালত। লালুর ছেলে তথা বিহারের প্রধান বিরোধী দলনেতা তেজস্বী যাজবকেও এই মামলায় জেরা করেছে সিবিআই। লালু- তেজস্বীদের অভিযোগ, এসবই বিজেপির ষড়যন্ত্র।