Lalu Prasad Yadav With Tejashwi Yadav (Photo Credit: File Photo)

Tejashwi Yadav on Tej Pratap Yadav: বিহার ভোটের আগে লালুপ্রসাদ যাদবের বড় সিদ্ধান্ত। বিশৃঙ্খল আচরণ করা বড় ছেলে তেজ প্রতাপ যাদবকে পরিবার ও দল থেকে বহিষ্কার করলেন আরজেডি প্রধান লালুপ্রসাদ যাদব। মলদ্বীপ সফরে গিয়ে এক অচেনা মহিলার সঙ্গে ছবি পোস্ট করে তেজ প্রতাপ ফেসবুক পোস্টে লিখেছিলেন, তিনি ১২ বছর ধরে তাকে প্রেম করছেন। এতদিন সেটা গোপন করেছিলেন। অথচ বছর সাতেক আগে বিয়ে করা তেজ প্রতাপের ডিভোর্স নিয়ে লালুর পরিবারকে অনেক ঝড় সহ্য করতে হয়। মূলত নারীঘটিত কেলেঙ্কারির জন্যই তেজ প্রতাপকে কার্যত তেজ্যপুত্র করলেন লালু। আগেও ৩৭ বছরের তেজ প্রতাপ দলকে অস্বস্তিতে ফেলেছেন। কিন্তু বিহার ভোটের মুখে তেজ প্রতাপের মহিলা সংক্রান্ত কাণ্ড নিয়ে কোনও ঝুঁকি নিলেন না লালু। বড় ছেলেকে অনেক বুঝিয়েও লাভ না হওয়ায় তাঁকে ছেঁটেই ফেললেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী।

লালু বরাবর তাঁর বড় ছেলে তেজ প্রতাপের থেকে ছোট ছেলে তেজস্বী যাদবকে বেশী পছন্দ করেন। তাঁর উত্তরসূরি হিসেবে বড়ছেলে নয়, বরং ছোটপুত্র তেজস্বীকেই বেছে নিয়েছেন লালু। এবার ব্যক্তিগত জীবনে বেহিসাবী ও দায়িত্বজ্ঞান কাজের জন্য পরিবার, দল থেকে ছেঁটে ফেললেন লালু। এই নিয়ে প্রশ্নের জবাবে বিহার বিধানসভার বিরোধী দলনেতা তেজস্বী যাদব বললেন, "নৈতিক মূল্যবোধ একটা বড় জিনিস। আমরা এমন কোনও কাজ মেনে নিতে পারি না, যেটা নৈতিক মূল্যবোধ নিয়ে প্রশ্ন তোলে। দলের প্রধান ও আমার বাবা যে সিদ্ধান্তটা নিয়েছেন আমরা সবাই ওঁর সঙ্গে আছি। রাজনীতি ও ব্যক্তিগত জীবন দুটো আলাদা জিনিস। ও (তেজ প্রতাপ যাদব) আমার বড় দাদা। ব্যক্তিগত জীবনে ও যে সিদ্ধান্তই নিক, সেটা এখন শুধুই ওর সিদ্ধান্ত। আমার কিছুই করার নেই। ও জানে ও কী ধরনের সিদ্ধান্ত নিলে লাভ বা ক্ষতি হবে। আমি শুধু জানি, আমাদের পরিবার ও দলের আদর্শে আঘাত বা ক্ষতি করে এমন কোনও আচরণ কোনওদিনই সমর্থন করি না।

দেখুন দাদাকে নিয়ে কী বললেন তেজস্বী যাদব

এদিন সোশ্যাল মিডিয়া পোস্টে লালুপ্রসাদ যাদব ঘোষণা করেন, এবার থেকে তেজ প্রতাপ আর তার পরিবার বা আরজেডি-র কোনও কাজকর্মে থাকতে পারবেন না। তেজ প্রতাপ ওর ব্যক্তিগত জীবনে ভাল-মন্দ সব নিজেই সামলাবে, কোনও দায় তাদের থাকবে না। ওর সঙ্গে যারা সম্পর্ক রাখবে তারা সবাই যেন নিজের সিদ্ধান্ত বিবেচনা করে নেয়।