ফাইল ফটো (Photo Credit: PTI)

সন্দেশখালিকাণ্ডে (Sandeshkhali Case) একের পর এক চাঞ্চল্যকর তথ্য সিবিআইয়ের সামনে আসছে। ভোটের মধ্যে এবার স্থানীয় পঞ্চায়েত সদস্যের আত্মীয় বাড়ির নীচ থেকে উদ্ধার হল বোমাসহ একাধিক অস্ত্র। এই পঞ্চায়েত সদস্য এবার শেখ শাহজাহানের ঘনিষ্ঠ। যদিও এই বিষয়ে মুখে কুলুপ এঁটেছে সন্দেশখালির তৃণমূল নেতৃত্ব।

জানা যাচ্ছে, শুক্রবার সকাল থেকেই সন্দেশখালির একাধিক জায়গায় তল্লাশি অভিযান শুরু করেছিল সিবিআইয়ের ১০ সদস্যের একটি দল। গোপনসূত্রে খবর পেয়েছিল সরবেরিয়ার মল্লিকপুরের পঞ্চায়েত সদস্য হাফিজুল খাঁয়ের ঘনিষ্ঠ আত্মীয়ের বাড়িতে মজুত রয়েছে অস্ত্র। সেই খবর পেয়েই এদিন হাফিজুলে ভগ্নিপতির বাড়িতে হাজির হয় অফিসাররা।

এই বাড়ির মাটির তলা থেকে বোমা, আগ্নেয়াস্ত্র, বোমা বাধার সরঞ্জাম সহ একাধিক জিনিসপত্র উদ্ধার হয়েছে। যা দেখে অবাক খোদ সিবিআই আধিকারিকরা। ইতিমধ্যেই অস্ত্রগুলি উদ্ধার করে বাজেয়াপ্ত করেছে তাঁরা। তবে হাফিজুল বা তাঁর ঘনিষ্ঠ আত্মীয়কে গ্রেফতার করা হয়েছে কিনা তা এখনও জানা যায়নি। তবে এখনও বেশকিছু জায়গায় তল্লাশি চালাচ্ছে সিবিআই।