
নয়াদিল্লিঃ মিরাটের সৌরভ রাজপুত কাণ্ডের (Saurabh Rajput Murder Case) ছায়া এবার হরিয়ানায় (Haryana)। প্রেমিকের (Boyfriend) সঙ্গে মিলে স্বামীকে খুন ইউটিউবার (YouTuber) স্ত্রীর (Wife)। খুন করে দেহ লোপাটের চেষ্টা। গ্রেফতার স্ত্রী। পলাতক প্রেমিক। পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত মহিলার নাম রবিনা। ইউটিউব ও ইনস্টাগ্রামে নিয়মিত রিলস বানাত সে। সেই সূত্রেই সুরেশ নামে এক যুবকের সঙ্গে পরিচয় হয় তার। গড়ে ওঠে বন্ধুত্ব। এরপর সেই বন্ধুত্বই প্রেমে পরিণত হয়। কিন্তু এই সম্পর্কে বাধা হয়ে দাঁড়ান রবিনার স্বামী প্রভীন। গত ২৫ মার্চ বাড়ি ফিরে প্রেমিকের সঙ্গে স্ত্রীকে আপত্তিকর অবস্থায় দেখে ফেলেন প্রভীন। সেখান থেকেই বচসার সূত্রপাত। সেই রাতেই স্বামী প্রভীনকে শ্বাসরোধ করে খুন করা হয়। এরপর প্রেমিক সুরেশের বাইকে চেপে দেহ নর্দমায় ফেলে দেয় রবিনা। সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে গোটা ঘটনাটি।
মিরাট কাণ্ডের ছায়া এবার হরিয়ানায়, প্রেমিকের সঙ্গে মিলে স্বামীকে খুন স্ত্রীর
ছেলের খোঁজ না পাওয়ায় থানায় নিখোঁজ ডায়েরি করে প্রভীনের পরিবার। তার ঠিক ৩ দিন পর নর্দমা থেকে উদ্ধার হয় প্রভীনের দেহ। রবিনাকে জেরা শুরু করে পুলিশ। জিজ্ঞাসাবাদে অপরাধের কথা স্বীকার করে রবিনা। পুলিশকে সে জানায়, প্রেমিক সুরেশের সাহায্য নিয়ে স্বামীকে খুন করেছে সে। স্থানীয় সূত্রে খবর, ২০১৭ সালে প্রভীনের সঙ্গে বিয়ে হয় রবীনার। হরিয়ানার ভিয়ানির বাসিন্দা ছিল এই দম্পতি। তাঁদের ৬ বছরের একটি ফুটফুটে সন্তান রয়েছে। বেশ সুখী পরিবার ছিল তাঁরা। সোশ্যাল মিডিয়ায় রিলস বানাত রবিনা। সেখান থেকেই সুরেশের সঙ্গে আলাপ ও ঘনিষ্ঠতা। স্ত্রী পরকীয়ায় মেতেছে তা আঁচও করতে পারেননি প্রভীন। কিন্তু ২৫ মার্চ বাড়ি ফিরে প্রেমিকের সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় স্ত্রীকে দেখে কার্যত হতবাক হয়ে যান প্রভীন। শুরু হয় বচসা। আর তার জেরেই ওই রাতেই স্বামী প্রভীনকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় রবিনা। বর্তমানে পুলিশি হেফাজতে রয়েছে রবিনা। পলাতক প্রেমিক সুরেশ। তাকে খুঁজছে পুলিশ।
প্রেমিকের সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় দেখে নেওয়ায় প্রেমিকের সঙ্গে মিলে স্বামীকে খুন ইউটিউবার স্ত্রীর
Bhiwani: Caught in Compromising Position With Lover, Woman YouTuber Kills Husband, CCTV Footage Captures Both Accused Carrying Body on Bike (Watch Video) https://t.co/Ls7LybWDVo#Bhiwani #Crime #Murder #ViralVideo
— LatestLY (@latestly) April 16, 2025