Hardeep Singh Nijjar (Photo Credit: File Photo)

হরদীপ সিং নিজ্জার খুনের ঘটনায় ভারত ও কানাডার মধ্যে যে তিক্ততা তৈরি হয়েছে তার জেরে কূটনৈতিক সম্পর্ক এবং কানাডার(Canada) সঙ্গে সেনার সম্পর্কে কোন প্রভাব পড়বে না বলে জানাল ভারতীয় সেনা।

ইন্দো প্যসিফিক আর্মি প্রধানদের এক অনুষ্ঠানে এসে ভারতীয় সেনাবাহিনীর অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল মেজর জেনারেল অভিনয়া রায় জানান, সেপ্টেমবরের ২৬ এবং ২৭ তারিখে অনুষ্ঠিত হওয়া ইন্দো প্যাসিফিক অর্মি চিফ কনফারেন্স অনুষ্ঠিত হবে, সেখানেই কানাডার চিফ অফ ডিফেন্স স্টাফ ওয়েন আইয়ারও থাকবেন বলে জানা গেছে।

খালিস্তানিপন্থী হরদীপ সিং নিজ্জার খুনের ঘটনায় ভারতকে অভিযুক্ত করে কানাডার পার্লামেন্টে বিবৃতি দেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো (Justin Trudeau)।এর পাশাপাশি ভারতীয় এক কূটনীতিবিদকে কানাডা ছাড়ার ৫ দিনের মধ্যে দেশ ছাড়ার কথা জানানো হয়।

ভারতের পাল্টা প্রতিক্রিয়াতে কিছুটা হলেও সুর নরম করেছেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।একটি বিবৃতিতে তিনি জানিয়েছেন যে, "আমরা প্ররোচিত করতে চাইনা।আমরা ভারত সরকারের সঙ্গে পরিষ্কার ভাবে কাজ করতে চাই এবং সমস্ত কিছু যেন পদ্ধতিমাফিক হয়।"

খালিস্তানি টাইগার ফোর্সের প্রধান একজন মোস্ট ওয়ানটেডের তালিকায় ছিলেন। যাকে কানাডার একটি গুরুদুয়ারাতে গুলি করে হত্যা করা হয়।