কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর (Photo Credits: PIB)

নতুন দিল্লি, ২ সেপ্টেম্বর: জম্মু ও কাশ্মীর অফিশিয়াল ল্যাঙ্গুয়েজ বিল (Jammu and Kashmir Official Languages Bill), ২০২০-তে অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা (Union Cabinet)। আজ কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর (Prakash Javadekar) সাংবাদিক বৈঠকে এই খবর জানিয়েছেন। মন্ত্রী বলেছেন, মন্ত্রিসভা অনুমোদিত নতুন বিলের আওতায় জম্মু ও কাশ্মীরের সরকারি ভাষা হবে উর্দু, কাশ্মীরি, ডোগরি, হিন্দি ও ইংরেজি।

জাভড়েকর আরও বলেন যে কেন্দ্রীয় মন্ত্রিসভা সরকারি নিয়োগ-পরবর্তী সংস্কারের জন্য 'মিশন কর্মযোগীতে'-তেও অনুমোদন দিয়েছে। আরও পড়ুন: RPF Officials Bust Illegal E-Ticket Booking Racket: পাকিস্তানি সফটওয়্যার ব্যবহার করে চলছিল ভারতীয় রেলের টিকিট বুকিং, ধরা পড়ল চক্র

আরেক কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং বলেন, জম্মু ও কাশ্মীরের ডোগরি, হিন্দি এবং কাশ্মীরিকে সরকারি ভাষা হিসাবে অন্তর্ভুক্ত করা কেবল দীর্ঘকাল ধরে পড়ে থাকা জনগণের দাবি পূরণ নয়। গত বছরের ৫ অগাস্টের পরে সমতার প্রতিষ্ঠার মনোভাবকে সামনে রেখেও নেওয়া হয়েছে।"