Representational Image (Photo Credits: Pixabay)

নয়াদিল্লিঃ এবার খোদ রাজধানীর বুকে ক্যাব চালকের (Cab Driver) হেনস্থার শিকার তরুণী। মহিলা যাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার ক্যাব চালক। ঘটনাটি ঘটেছে গত সোমবার। গাড়ি থেকে নেমেই সোজা পুলিশের দ্বারস্থ হন ওই তরুণী। সেই অভিযোগের ভিত্তিতেই অভিযুক্ত চালককে গ্রেফতার করে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, ওই তরুণীর বয়স ২২ বছর। দিল্লির আম্বেদকর কলেজ থেকে স্নাতকোত্তর করছেন তিনি। সোমবার কলেজ যাওয়ার জন্য ক্যাব বুক করেন তিনি। ১০ মিনিট অপেক্ষার পর ক্যাব আসে। অভিযোগ, প্রথমে চালকের আচরণ ঠিক থাকলেও পরে তরুণীকে সামনের সিটে এসে বসতে বলেন চালক। কিন্তু তাঁর কথায় রাজি না হয়ে পিছনের সিটেই বসেন তিনি। কথায় কথায় তরুণী জানতে পারেন ক্যাব চালক দক্ষিণ ভারতের বাসিন্দা। এরপর ধীরে ধীরে তরুণীর সঙ্গে অশালীন আচরণ করতে শুরু করেন চালক। বারবার তরুণীকে স্পর্শ করার চেষ্টা করা হয়। সুযোগ বুঝে ক্যাব থেকে নেমে দৌড়ে পালান তরুণী। পুলিশের দ্বারস্থ হন তিনি। তদন্তে নেমে পুলিশ জানতে পারে ৪৮ বছর বয়সি শঙ্কর মালকা গঞ্জের বাসিন্দা। এরপর দিল্লির মরিস নগর থেকে তাঁকে গ্রেফতার করা হয়।

গাড়ির মধ্যে তরুণী যাত্রীকে শ্লীলতাহানি, গ্রেফতার ক্যাব চালক