চেন্নাই, ১২ মার্চ: নাগরিকত্ব সংশোধনী আইন (CAA) লাগুর অর্থ মানুষের মধ্যে বিভেদ তৈরি৷ সেই কারণে কোনওভাবে তামিলনাড়ুতে এই আইন কার্যকর করতে দেওয়া হবে না৷ গোটা দেশে সিএএ লাগুর পর এভাবেই কার্যত হুঁশিয়ারি দিলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন (MK Stalin)৷ নাগরিকত্ব সংশোধনী আইনের নাম করে বিজেপি সরকার মানুষের মধ্যে বিভেদ তৈরির চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী৷ ধর্মের মধ্যে বিভেদ তৈরির চেষ্টা করছে বলেও অভিযোগ করন স্ট্যালিন৷ মুসলিম এবং শ্রীলঙ্কার তামিলদের বঞ্ছিত করে বিজেপি সিএএ চালু করার চেষ্টায় রয়েছে বলে কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী৷ নাগরিকত্ব সংশোধনী আইনের মধ্যে মানুষের মধ্যে বিভেদের বীজ বিজেপি বপন করছে বলেও অভিযোগ করেন দক্ষিণের রাজ্যের এই মুখ্যমন্ত্রী৷
প্রসঙ্গত স্ট্যালিন পাশাপাশি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও (Mamata Banerjee) নাগরিকত্ব সংশোধনী আইনেরি বিরোধিতা করেন৷ বাংলায় কোনওভাবেই সিএএ কার্যকর করতে দেওয়া হবে না৷ সিএএ নামে বিজেপি ভাঁওতা দিচ্ছে বলেও অভিযোগ করেন মমতা বন্দ্যোপাধ্যায়৷