C.P. Radhakrishnan: জগদীপ ধনখড়ের পদত্যাগের পর দেশের উপরাষ্ট্রপতি হতে চলেছেন তামিলনাড়ুর চন্দ্রপুরাম পোন্নুস্বামী রাধাকৃষ্ণনন। রবিবার এনডিএ-র দলগুলির সংসদীয় বৈঠকের পর আসন্ন উপরাষ্ট্রপতি পদে প্রার্থী হিসাবে মহারাষ্ট্রের বর্তমান রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণননের নাম ঘোষণা করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। আগামী ৯ অগাস্ট উপরাষ্ট্রপতি নির্বাচনে এনডিএ প্রার্থী হিসাবে সিপি রাধাকৃষ্ণননের জয় নিয়ে তেমন কোনও সংশয় নেই। আগামিকাল, সোমবার ইন্ডিয়ার দলগুলি উপরাষ্ট্রপতি পদে প্রার্থী দিতে বৈঠকে বসেছে। কাল, সোমবারই হয়তো ইন্ডিয়া শিবিরের পক্ষ থেকে প্রার্থী ঘোষণা করা হবে। উপরাষ্ট্রপতি নির্বাচনে লোকসভা (৫৪২) এবং রাজ্যসভার (২৪০) শক্তি মিলিয়ে মোট ৭৮৬ জন সদস্যের মধ্যে এনডিএ-র ৪২২টি ভোট রয়েছে। উপরাষ্ট্রপতি নির্বাচনে জয়ের জন্য ৩৯৪ টি ভোটের প্রয়োজন। সেখানে বিজেপির নেতৃত্বে থাকা এনডিএ জোটের ২৮টি ভোট বেশি রয়েছে।
তামিলনাড়ুর মোদী হিসাবে পরিচিত তিনি
আরএসএস-র এক সময়ের সক্রিয় সদস্য তথা দক্ষিণ ভারতের বিজেপির বড় নেতা সিপি রাধাকৃষ্ণনন তামিলনাড়ুর তিরুপ্পুরের বাসিন্দা। ৬৭ বছরের রাধাকৃষ্ণনন একটা সময় তামিলনাড়ুর বিজেপির সভাপতি ছিলেন। গত বছর মহারাষ্ট্রের রাজ্যপাল হিসাবে নিযুক্ত হন। পাশাপাশি ঝাড়খণ্ড ও তেলাঙ্গানার রাজ্যপাল হিসাবে কাজ করেছিলেন। পরে পুদুচেরির এলজি-র দায়িত্বও সামলান। নদী বাঁধের দাবিতে ১৪দিন ধরে ২৮০ কিলোমিটার পদযাত্রা শেষ করে খবরে এসেছিলেন সিপি রাধাকৃষ্ণনন। দলকে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা দেখে মুগ্ধ হয়ে সমর্থকরা তাঁকে তামিলনাড়ুর মোদী বলে ডাকেন।
দেশের পরবর্তী উপরাষ্ট্রপতি হতে চলেছেন সিপি রাধাকৃষ্ণনন
The story of C.P. Radhakrishnan, VP Candidate of NDA
C.P. Radhakrishnan, today the Governor of Maharashtra, has been nominated for the Vice-President post by the NDA.
But his journey to this position goes back to his childhood and his long association with the Rashtriya… pic.twitter.com/NxXZx2akqM
— Anmol (@anmol_kaundilya) August 17, 2025
গত ২১ জুলাই উপরাষ্ট্রপতি পদ থেকে ইস্তফা দেন জগদীপ ধনখড়
গত ২১ জুলাই জগদীপ ধনখড় স্বাস্থ্যগত কারণ দেখিয়ে রহস্যজনকভাবে পদত্যাগ করেছিলেন। তাঁর পদত্যাগের ফলে শূন্য হয়ে যাওয়ায় এই উপরাষ্ট্রপতি নির্বাচনের প্রয়োজন হয়েছে। দেশের আসন্ন উপরাষ্ট্রপতি নির্বাচনে জয়ী পাঁচ বছরের জন্য পদে থাকবেন। দেশের ১৫তম উপরাষ্ট্রপতি হওয়া প্রায় নিশ্চিত সিপি রাধাকৃষ্ণননের।
কাল,সোমবার ইন্ডিয়া জোটে প্রার্থী ঘোষণা করবে
বিজেপি নেতা তথা মহারাষ্ট্রের রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণননকে এনডিএ-র উপরাষ্ট্রপতি পদপ্রার্থী হিসাবে বিজেপির প্রস্তাব সায় দিয়েছে চন্দ্রবাবু নাইডুর তেলেগু দেশম, নীতীশ কুমারের জেডি (ইউ), দেবেগৌড়ার জেডি (এস), শিবসেনা (একনাথ শিন্ডে), এনসিপি (অজিত পাওয়ার), চিরাগ পাসোয়ানের এলজেপি (রামবিলাস), পশুনাথ পরশের রাষ্ট্রীয় লোকজনশক্তি পার্টি, জিতিন রাম মাঝির হিন্দুস্তানী আওয়াম মোর্চা (সেকুলার), তিপরা মোথা পার্টি সহ এনডিএ জোটে থাকা সব কটি দল।